Advertisment
Presenting Partner
Desktop GIF

Dev : সুপারস্টারের সুপ্রেমেসি, জনজোয়ারে বেসামাল দেব, বাঁচালেন এক ভক্তকেও...

Dev Tollywood: গতকাল পুজোর উদ্বোধনে গিয়েছিলেন দেব। তাঁর নিরাপত্তারক্ষীরা, যতই তাঁকে আটকে ধরে রাখার চেষ্টা করছেন। ততই যেন ভিড়। মানুষ একবার দেবকে ছুঁয়ে দেখতে চাইছেন...

author-image
Anurupa Chakraborty
New Update
dev পুজো

পুজো উদ্বোধনে দেব, যা করলেন অভিনেতা...

Dev-Jagadhatri Puja: দেব কেন সুপারস্টার সেকথা যেন বারবার তিনি নিজেই প্রমাণ করেন? সে নির্বাচনের আগে কোনও মিছিল হোক অথবা পুজো উদ্বোধন দেব এক এবং অনন্য। গতকাল যা হল, তাতে আবারও সেই একই বিষয় প্রমাণিত হল। 

Advertisment

আসন্ন তাঁর নতুন ছবি। খাদানে তাঁকে দেখা যাবে আবারও। নতুন গান নিয়ে উন্মাদনা। দেব আবারও নাচের গান নিয়ে আসছেন। প্রায় ১০ বছর। কিন্তু, গতকাল তাঁকে দেখা গেল বেলেঘাটায় পুজো উদ্বোধন করতে। সেখানে জনজোয়ারে ভাসলেন তিনি। অভিনেতাকে ঘিরে তখন উন্মাদনা। দেব নিজেও যেন এত ভিড় দেখে চমকে উঠলেন।

এর আগেও একবার বারুইপুরের একটি কালীপুজো উদ্বোধন করতে। কিন্তু সেখানে মানুষের উপস্থিতি দেখে দেব গাড়ি থেকে নামতেই ভয় পেয়েছিলেন। আর গতকাল, বেলেঘাটায় গেলেন তিনি। গাড়ি থেকে নামলেন। তারপর? ঠিক যেমন ছোটবেলায় মেলা মেলা খেলা হয়, গোল করে দেবকে ঘিরে শুরু করে জনগণের উচ্ছ্বাস। দেব নিজেই চমকে গেলেন সেসব দেখে।

তাঁর নিরাপত্তারক্ষীরা, যতই তাঁকে আটকে ধরে রাখার চেষ্টা করছেন। ততই যেন ভিড়। মানুষ একবার দেবকে ছুঁয়ে দেখতে চাইছেন। দেব এত ভালবাসা এবং এত উন্মাদনা দেখে নিজের আনন্দ ধরে রাখতে পারছেন না। ক্রমশই হেসে চলেছেন তিনি। আবার মানবিকতা বোধ বজায় রাখলেন দারুণভাবে।

একজন বয়স্ক মহিলা যিনি দেবকে দেখে বারবার একটু হাত ধরার চেষ্টা করছিলেন, তিনি ভিড়ের মধ্যে উল্টে পরে যান। দেব তাঁকে শুধু টেনে তুললেন এমনটাই নয়, বরং দেখা গেল তাঁর সঙ্গে হেসে হেসে কথা পর্যন্ত বললেন। তারপর তাঁকে পাশে সরে যেতে বললেন। তাঁকে স্টেজে উঠতে দিতে নারাজ ভক্তরা। সবাই মিলে ঘিরে যেন একবার শুধু তাঁকে দেখার চেষ্টা।

আবদার একটা সেলফি, একটু অটোগ্রাফ। সুপারস্টার মানুষটি হাত জোড় করে সকলের সামনে দাঁড়ালেন। তাঁদের আবদার রাখলেন। তারপর, নিয়ম মেনে প্রদীপ জ্বালিয়ে তিনি পিনোর উদ্বোধন করলেন। দেবের গাড়ির সামনে কাতারে কাতারে মানুষ। এইদিকে, দেবের এমন ফ্যান ফলোয়িং দেখে সমাজ মাধ্যমে কেউ কেউ বললেন...

এই না হলে সুপারস্টার? যাকে দেখার, এট্টু ছোঁয়ার জন্য মানুষের মধ্যে এত উত্তেজনা। আবার কেউ বললেন, আজ আট বছর পর এতটা সামনে থেকে দেখলাম তাঁকে। উফ! কী যে দারুণ, অটোগ্রাফ পেয়েছি। কেউ বলছেন, দেব দা এবং তাঁর সুপ্রিমেসি শেষ হচ্ছে না। অনেক ভালবাসা তোমায় দেব দা।

 

tollywood Dev Tollywood superstar Dev tollywood news
Advertisment