Advertisment
Presenting Partner
Desktop GIF

Dev on Rape Cases: '১৪০ কোটির লজ্জা হওয়া উচিত...', রাজনৈতিক দল নির্বিশেষে ধর্ষণের কঠিনতম শাস্তির দাবি দেবের

Dev on Rape cases: এদেশে ধর্ষণ এবং নারী অত্যাচারের শাস্তি ঠিক কেমন হওয়া উচিত, তেমনটা প্রকাশ্যে জানিয়েছিলেন দেব। মেয়েদের সঙ্গে লাগাতার অন্যায় হয়ে আসছে। আর শেষ কোথায়? দাবি রেখেছিলেন সংসদ এবং অভিনেতা।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Dev on rape cases in India, RG Kar medical College tollywood news

কঠিন থেকে কঠিন শাস্তি দেবের

Women Rape cases in India: দেশে যে হারে ধর্ষণ হচ্ছে, এর শেষ কোথায়? মেয়েদের সুরক্ষা নেই এদেশে। অভিনেত্রী, থেকে সাধারণ মানুষ যোগ দিয়েছিলেন এই সমাবেশে। গতকাল রাতেও আরজি করে, অবস্থান বিক্ষোভ জারি রেখেছিলেন বেশিরভাগ। শ্যামবাজারের জড়ো হয়েছিলেন অনেকেই।

Advertisment

কিন্তু, এদেশে ধর্ষণ এবং নারী অত্যাচারের শাস্তি ঠিক কেমন হওয়া উচিত, তেমনটা প্রকাশ্যে জানিয়েছিলেন দেব। মেয়েদের সঙ্গে লাগাতার অন্যায় হয়ে আসছে। আর শেষ কোথায়? দাবি রেখেছিলেন সংসদ এবং অভিনেতা। আগেভাগেই বাতলে দিয়েছিলেন, কী করা যেতে পারে। অভিনেতা বর্তমানে রয়েছেন মরুর দেশে।

বান্ধবী রুক্মিণীকে নিয়েই বেড়াতে গিয়েছেন দেব। সেখান থেকেই পাশে থাকার চেষ্টা করছেন প্রতিনিয়ত। নিজের নতুন ছবি খাদানের টিজার রিলিজের কর্মকাণ্ড স্থগিত রেখেছেন। কিন্তু দেব, বর্তমান পরিস্থিতির নিরিখে না, বরং অনেক আগেই তিনি জানিয়েছিলেন, এই ধর্ষণ বিষয়টা বন্ধ করা উচিত। তিনি বলেছিলেন...

আরও পড়ুন - Sreelekha Mitra: ‘এই নাটক বন্ধ করুন তো…’, মেয়েদের সুরক্ষা নেই কন্যাশ্রী কীসের? মুখ্যমন্ত্রীকে আক্রমন শ্রীলেখার

"আমাদের এই ধর্ষনের বিষয়টাকে বন্ধ করতেই হবে। একটা জাতীয় স্তরের বিরাট শাস্তি খুব দরকার। এটা বন্ধ হওয়া খুব দরকার। যে হারে অত্যাচার হচ্ছে। আমার মনে হয় না, এটা নিয়ে কেউ দ্বিমত করবে। কোনও পলিটিকাল পার্টির মধ্যে এই নিয়ে ভেদাভেদ থাকা উচিত না। যে হারে এটা ঘটছে, দারুণভাবে বন্ধ হওয়া দরকার। আমার মনে হয় ১৩০ কোটি মানুষ যদি থেকে থাকে ভারতে, তাহলে এটা সকলের লজ্জা।"

দেব একা নয়, রুক্মিণী নিজেও এই প্রসঙ্গে আওয়াজ তুলেছিলেন। অভিনেত্রী জানিয়েছেন, আমি একদিন সোশ্যাল মিডিয়ায় দেখেছিলাম কেউ একজন পোস্ট করেছিলেন নারী দিবসের দিন, ছেলেরা না থাকলে কী হত? সেখানে বেশিরভাগ বললেন, আমরা যেকোনও সময় বেরোতে পারতাম। এটা আমি মানতে পারি না। এটা হবে কেন? ওরা পারবে, আমরা কেন না?" দেব এবং রুক্মিণী ছাড়াও গতকাল থেকে ভাইরাল একটি ভিডিও, যেখানে রচনা বন্দ্যোপাধ্যায়কে কাঁদতে দেখা যায়। তারপর, তাঁকেও তুলোধোনা করেন সকলে।

tollywood Dev Entertainment News RG Kar Medical College
Advertisment