Advertisment
Presenting Partner
Desktop GIF

'অভিনেত্রী হিসেবে পরিচয় পেতে…', রুক্মিণীর কেরিয়ারে 'মেন্টর' দেব-ই হলেন মসিহা!

দেব না থাকলে কি তবে নিজেকে প্রতিষ্ঠা করতে বেগ পেতে হত অভিনেত্রীকে?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
dev, rukmini moitra, dev-rukmini, dev rukmini relationship, dev superstar, dev as byomkesh, dev tollywood, দেব, রুক্মিণী, দেব রুক্মিণীর প্রেম, celeb news, celebrity story, bollywood article, বলিউড, টলিউড, bollywood update, tollywood news, entertainment news, latest entertainment news, বিনোদন, আজকের বিনোদনের খবর, ie entertainment news, entertainment update, Indian express entertainment news

দেব-রুক্মিণী

দেব এবং রুক্মিণী, দুই তারকার প্রেম।নিয়ে গুঞ্জনের শেষ নেই। রুক্মিণীকে ইন্ডাস্ট্রিতে দাঁড় করানোর পেছনে নাকি সবথেকে বড় হাত দেবের! তাঁর জন্যই নাকি সুযোগের পর সুযোগ পান তিনি? যদিও এর এক ইঙ্গিত দিয়েছিলেন দেব নিজেই।

Advertisment

একের পর এক দেবের সিনেমায় কাজ করছেন রুক্মিণী। বেশিরভাগ সময়ই জুটি বাঁধেন তাঁর সঙ্গে। একদিকে যেমন দেবের ব্যানারে নটি বিনোদিনীর ভূমিকায় অবতীর্ণ হয়েছেন তেমনই এবার, দূর্গরহস্যে তাঁকে দেখা যাবে সত্যবতীর ভূমিকায়। কিন্তু দেব একবার নিজেই একথা স্বীকার করেছিলেন, ইন্ডাস্ট্রিতে শুধুমাত্র পুস করেছিলেন রুক্মিণীকে। তাঁর কারণ কি? নিজের ক্ষমতায় কী অভিনেত্রীর কিছু করার ক্ষমতা ছিল না? নাকি উঠতি অভিনেত্রী হিসেবে দৌড়ানোর রেসে নাম লেখাতে চাননি তিনি?

আরও পড়ুন < দেব-সৃজিত জোটেও নায়িকা রুক্মিণী! ‘খেলা হবে’ শুনেও মুখ বেজার… >

আরও পড়ুন < ‘মেয়েদের থেকে বড় গোয়েন্দা আর একটাও নেই..’, কেন একথা বললেন ‘গোরার অর্না’ মানালি? >

Advertisment

একদা, সংবাদমাধ্যমে দেব বলেন, "আমার ধারণা ছিল যে ওর নিজের পরিচয়টা হয়তো বা সামনের দিনে আরও বাড়তে পারে যদি আমি ওকে পুস করতাম। আর আমার মনে হয়েছিল যে সেটা খুব দরকার, তাহলে অনেকটাই লাভ। আমি সেটুকুই করেছি।" যদিও বা রুক্মিণী জানিয়েছিলেন, দেবকে তিনি মেন্টর হিসেবেই দেখেন। কিন্তু দেবের সাফ কথা, ও বন্ধু! নিজেকে মেন্টর ভাবার মতো কিছুই নেই। তবে, দেব এর ব্যানারে ছবি করার কারণে ইন্ডাস্ট্রি থেকেও কম শুনতে হয়নি রুক্মিণীকে।

কোনও অভিনেতার কথায়, দেব এমন একজনকে নটি বিনোদিনী বানিয়েছেন যিনি সহজকথায় বাচ্চা। তাঁর সঙ্গে এই চরিত্রের কোনওরকম মিল নেই। আবার সত্যবতী হিসেবে রুক্মিণীর নাম উঠে আসতেই অনেকেই বাঁকা চোখে তাকিয়েছিলেন। তাঁর জন্মদিনের দিনই প্রকাশ্যে রুক্মিণীর সত্যবতীর ফার্স্ট লুক। কিভাবে নিজেকে ফুটিয়ে তোলেন এখন সেটাই দেখার।

tollywood Entertainment News
Advertisment