/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/06/dev.jpg)
দেবের পাশে রুক্মিণী
দেবের জীবনে ছায়ার মত রুক্মিণী, অন্তত আজ আবার সেটা প্রমাণিত হল। তাদের দুজনের ভালবাসা যে খাঁটি সোনা সেকথা বলতেই হয়। যখনই দেব ভাল উদ্যোগ নিয়েছেন রুক্মিণী সঙ্গে থেকেছেন।
এত রটনা, এত গুজব! কিন্তু দেব আর রুক্মিণী যেন একই কয়েনের দুটি দিক। দুজনের মধ্যে এত মিল। আর আজ যখন দেব নিজে থেকেই এত ভাল একটি উদ্যোগ নিয়েছেন তখন রুক্মিণী পাশে থাকবেন না এটা হয় না। অভিনেত্রী প্রকাশ্যেই জানালেন তিনি পাশে রইলেন।
এমনকি, দেবকে সাহায্য পর্যন্ত করতে চাইলেন রুক্মিণী। নিজে থেকেই এগিয়ে গেলেন। কাছের মানুষটি যে নিজের দেওয়া কথা এত তাড়াতাড়ি পূরণ করবেন, ভাবতে পারেননি রুক্মিণী। তাই তো অবাক তিনি। আবেগে আপ্লুত। কিন্তু কেন?
দেব গতকাল থেকেই গাছ লাগানো শুরু করেছেন। নোটা বাদ দিয়ে বাকি যে কয়টি ভোট পড়েছে সেকটা গাছ তিনি লাগাবেন। আগামী পাঁচবছর ঘাটাল সবুজে সবুজে হবে। এমনকি, দেশে উষ্ণতা কমাতে, গ্লোবাল ওয়ার্মিং কমাতে এর চেয়ে ভাল উপায় নেই এমনটাই বলেন তিনি। আর তাঁর এই কাজেই পাশে থাকতে চান রুক্মিণী।
আরও পড়ুন - Dev – Ghatal: কথা রাখলেন দেব, মোদীর শপথ গ্রহণের আগেই ঘাটালে বৃক্ষরোপণ শুরু করলেন সাংসদ
Dev, I just saw this!
And I am so proud of this initiative that you've taken. Genuinely.
And I would like to donate the next 10 Thousand plants to support this noble cause. 🙏🏻🪴 🙂 https://t.co/b9T55RMQvu— RUKMINI MAITRA (@RukminiMaitra) June 10, 2024
সোশ্যাল মিডিয়ায় দেবের গাছ লাগানোর ভিডিও শেয়ার করে লিখলেন, দেব, আমি এইমাত্র দেখলাম এটা। আমি গর্বিত যে তুমি এত সুন্দর একটা দায়িত্ব নিয়েছ। অন্তত থেকে বলছি। আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি আগামীতে ১০ হাজার গাছ আমি দান করতে চাই এই দারুণ উদ্যোগের জন্য। ধন্যবাদ।
উল্লেখ্য, দেব জানিয়েছিলেন যে কটা ভোট তিনি পাবেন সেকয়টা গাছ লাগাবেন। যদিও এখন সেই লক্ষ্য অনেক দূর। এরই মধ্যে কাজ শুরু করেছেন। পাশাপাশি চলছে সিনেমা তৈরির কাজও।