Dev: হঠাৎ করেই পাল্টে গেলেন দেব? রবিবাসরীয় আসরে দেখালেন কেরামতি...

Dev tollywood News: এমনিও তিনি সমাজ মাধ্যমে দারুণ সক্রিয়। নানা বিষয়ে আপডেট দিতে থাকেন। মাঝেমধ্যে ঘুরতে গেলেও যে তিনি এমনি ধরনের এমন সব পোস্ট দেন, আর নিজের কর্মকাণ্ডের কোনও আপডেট দেবেন না, এ নিশ্চই হয় না।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Dev posted some pictures, fans reacted as they miss him

Dev: কেন হঠাৎ দেবের পাল্টে যাওয়া নজরে এল ভক্তদের? Photograph: (Instagram)

Dev-Tollywood: যদিও বা আজ ইন্ডিয়া নিউজিল্যান্ড ফাইনাল খেলা। কিন্তু, সকাল থেকে দেব ব্যস্ত নিজের চর্চায়। অভিনেতা রঘু ডাকাত নিয়ে এবার পুজোয় আসছেন একথা অনেকেই জানেন। তাই, তাঁর প্রস্তুতি তুঙ্গে। রবিবাসরীয় আসরে অভিনেতা নিজের গল্প জানালেন সকলের সামনে।

Advertisment

এমনিও তিনি সমাজ মাধ্যমে দারুণ সক্রিয়। নানা বিষয়ে আপডেট দিতে থাকেন। মাঝেমধ্যে ঘুরতে গেলেও যে তিনি এমনি ধরনের এমন সব পোস্ট দেন, আর নিজের কর্মকাণ্ডের কোনও আপডেট দেবেন না, এ নিশ্চই হয় না। তাই তো, ছোট ছোট মুহূর্ত নিয়ে তিনি সমাজ মাধ্যমে হাজির হন। দেব, আজ ঘোড়ায় চেপে অনুশীলন করছিলেন। স্বাভাবিক, ডাকাতের ভূমিকায় অভিনয় করতে গেলে এটুকু তো করতেই হবে।

ঘোড়ায় চেপে অনুশীলনে ব্যস্ত দেব। কখনও তাঁর পিঠে চেপে ঘুরে বেড়ালেন, আবার কখনও দেখা গেল তিনি তাঁকে পোষ মানাতে ব্যস্ত। তাঁকে আদর করতেও দেখা গেল। কিন্তু, হঠাৎ করেই দেব পাল্টে গেলেন? কেন? তাঁর ভক্তদের মনে হচ্ছে দেব নাকি পাল্টে গিয়েছেন। তাই তো অনেকে মন্তব্য বিভাগে নিজের মনের কথা ব্যক্তও করলেন। দেব, যে কিনা অসংখ্য রমণীদের মনের বাদশা। তিনি, এভাবে পাল্টে যাবেন? কিন্তু কেন?

দেব সোশ্যাল মিডিয়ায় ছবি নিয়ে খুব একটা এক্সপেরিমেন্ট করেন না। না তো বড় বড় ক্যাপশন দেন, না বেশি পোজ বদলান। কিছুদিন আগেও দেব ঘুরতে গিয়েছিলেন, সেখানে যে ছবি তুলেছিলেন, তাঁর ক্যাপশন নিয়েও খুব একটা মাতামাতি না করে, নিজের 'এমনি' তেই  আটকে ছিলেন। তবে, এখন শেষ কিছুদিন ছবিতে এমনি না লিখতেই ভক্তদের আদুরে অভিযোগ, "এভাবে পাল্টে যাবেন?" আসলে, দেব ঘোড়ায় চেপে ছবি তুলে তাতে ক্যাপশন দিয়েছিলেন...

Advertisment

রবিবার সকালটা এভাবেই শুরু হল। আর তাতেই বেশ কিছু মানুষ ঠিক এমন লিখলেন, এমনিটা মিস করছি দাদা। আবার শুরু করুন এমনই বলা। আবার কেউ বললেন, এভাবে ক্যাপশন চেঞ্জ হয়? এরকম হয় নাকি? কেউ বললেন, এমনিতে আমার কিছু বলার নেই, তবে এমনি শুনতে দারুণ লাগত।

tollywood Dev tollywood news Tollywood superstar Dev