Advertisment
Presenting Partner
Desktop GIF

'সাবধানে থাক, প্রয়োজনে হরলিক্স খা', দেবের 'খুনসুটে পরামর্শ' সোহমকে

করোনার এমন বাড়বাড়ন্ত পরিস্থিতিতে তৃণমূলের তারকা সাংসদ দেবের বিশেষ নিদান সোহমকে।

author-image
IE Bangla Web Desk
New Update
dev-soham

অতিমারীর তাণ্ডবে সাধারণ মানুষের জনজীবন বিপর্যস্ত। সংক্রমণের মাত্রা ক্রমশই কপালের ভাঁজ প্রশস্ত করছে। উপরন্তু অক্সিজেন সিলিন্ডার, হাসপাতালে বেডের অভাবে স্বাস্থ্য পরিকাঠামোও বিধ্বস্ত। এমতাবস্থায় নিজস্ব সাবধানতা মান নেই! করোনার (Covid-19) এমন বাড়বাড়ন্ত পরিস্থিতির মাঝেই তৃণমূল সাংসদ দেবকে (Dev) দলেরই অনুজ সতীর্থ সোহমের উদ্দেশে পরামর্শ দিতে দেখা গেল, "সাবধানে থাক, প্রয়োজনে হরলিক্স খা।"

Advertisment

খুনসুটির সূত্রপাত গতবছর নভেম্বর মাসের এক টুইটকে ঘিরে। অষ্টম বিবাহবার্ষিকী উপলক্ষে স্ত্রী তনয়াকে শুভেচ্ছা জানিয়ে একটি টুইট করেছিলেন সোহম চক্রবর্তী (Soham Chakraborty)। সেই পোস্টই বর্তমানে আবার ভাইরাল। ফের ফিরিয়ে নিয়ে এল দু' দশক আগেকার 'মা একটু হরলিক্স দাও না, চেটে চেটে খাব' প্রসঙ্গ। বলা ভাল, ফিরিয়ে নিয়ে এলেন দেব। ভাইরাল ওই টুইটেই খুনসুটি করতে দেখা গেল তৃণমূলের তারকা সাংসদকে।

বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানানোর পাশাপাশি এই অতিমারী পরিস্থিতিতে সোহেমর জন্য উদ্বেগও প্রকাশ পেল দেবের। সেই প্রেক্ষিতেই দেবের নিদান, "আরও ৮০ বছর কাটানোর জন্য সাবধানে থাক। বেশি বেরোস না। নিজের খেয়াল রাখ। দরকার পড়লে একটু হরলিক্স খা। তোদের অনেক ভালবাসা। সারাজীবন এইভাবেই একসঙ্গে থাক।"

প্রসঙ্গত ভোটপ্রচারের (West Bengal Assembly Election 2021) ময়দানেও দেবকে বারবার করোনা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন দেখা গিয়েছে। রাজনৈতিক রং-দল নির্বিশেষে মাস্ক পরার, কোভিড সুরক্ষা বিধি মেনে চলার বার্তা দিয়েছিলেন তিনি। এবার ভ্রাতৃসম সোহমকে শুভেচ্ছা জানাতে গিয়েও প্রকাশ্যে এল সেই উদ্বেগ। তাই খুনসুটি করেই, হরলিক্স খাওয়ার পরামর্শ দিলেন সোহম চক্রবর্তীকে।

publive-image
tollywood Dev COVID-19 Soham Chakraborty
Advertisment