ভোটপ্রচারের মাঝেও রাজ্যে এমন ভয়াবহ অতিমারী পরিস্থিতিতে রাজনৈতিক রং-দল নির্বিশেষে সুরক্ষিত থাকার পরামর্শ দিয়ে গিয়েছেন তৃণমূলের তারকা সাংসদ দেব (Dev)। 'জীবে সেবা করে যে জন, সে জন সেবিছে ঈশ্বর' মন্ত্রেই আদতে বিশ্বাসী তিনি। গতবছর করোনাকালেও বহু মানুষের পাশে দাঁড়িয়েছেন। এবার অতিমারীর দ্বিতীয় ঢেউ আছড়ে পড়তেও তার অন্যথা হল না। প্রিয় বন্ধু তথা সিনে ইন্ডাস্ট্রির সহকর্মী জিৎ (Jeet) যখন তাঁর করোনায় (Corona) আক্রান্ত হওয়ার খবর দিলেন, তড়িঘড়ি তাঁকেও সাহায্যের আশ্বাস দিতে দেখা গেল দেবকে। আর তাঁর এমন বন্ধুত্বসুলভ মানবিক আচরণেই মুগ্ধ নেটজনতার একাংশ।
মঙ্গলবার দুপুরেই সোশ্যাল মিডিয়ায় নিজের করোনায় আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আনেন জিৎ। টলিউডের সুপারস্টারের শরীরের মারণ ভাইরাস থাবা বসানোর খবর শুনে স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন হয়ে পড়েন অনুরাগীরা। অতঃপর নেটদুনিয়া ছেয়ে যায় আরোগ্য কামনা বার্তায়। দেবও পিছিয়ে থাকেননি। জিতের কোভিড (Covid-19) আক্রান্ত হওয়ার খবর জানতে পেরেই তড়িঘড়ি পাল্টা টুইট করে জিৎকে প্রয়োজনে সাহায্যের আশ্বাস দেন।
সংশ্লিষ্ট টুইটে দেব লিখেছেন, "দ্রুত সুস্থ হয়ে ওঠো যোদ্ধা। আমি জানি তুমি একাই সামলে নিতে পারবে, তোমার সাহায্যের কোনও প্রয়োজন নেই। তবুও বলছি, কোনও দরকার হলে শুধু একটা ফোন কোরো। আমি পাশে আছি।" তৃণমূলের সাংসদ-অভিনেতার এমন মানবিক আচরণ নজর কেড়েছে অনেকেরই। দেবকে ধন্যবাদ জানিয়েছেন জিতের অনুরাগীরাও।
প্রসঙ্গত, সম্প্রতি করোনা টিকা নেওয়ার পরও জিতের কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে। যা নিয়ে ইতিমধ্যেই চিন্তাপ্রকাশ করেছে ঘনিষ্ঠমহল। জিৎ আপাতত বাড়িতেই আইসোলেশনে রয়েছেন। চিকিৎসকের পরামর্শ মেনে চলছেন। এর পাশাপাশি, বিগত কয়েকদিনে তাঁর সংস্পর্শে আসা প্রত্যেককেই কোভিড পরীক্ষা করার অনুরোধ জানিয়েছেন জিৎ।