scorecardresearch

মহালয়ায় মহাধামাকা! টলিউডের দুই সুপারস্টার দেব-প্রসেনজিৎ এক সিনেমায়

প্রযোজনা করছেন খোদ দেব। একাধিক চমক! জানুন বিশদে।

Dev, Prosenjit Chatterjee, Kacher Manush, Isha Saha, কাছের মানুষ, দেব-প্রসেনজিৎ, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেব, ইশা সাহা, bengali news today
টলিউডের দুই সুপারস্টার দেব-প্রসেনজিৎ এক সিনেমায়

দেব (Dev) মানেই চমক! ইন্ডাস্ট্রিতে কান পাতলে এমনটাই শোনা যায় এখন। একের পর এক চমক দিতে প্রযোজক-অভিনেতার জুড়ি মেলা ভার। ১০ অক্টোবর পুজোয় তাঁর জোড়া রিলিজ। একাধারে ‘গোলোন্দাজ’-কে সিনেদর্শকদের কাছে সুপারহিট করানোর দায়িত্ব যেমন তাঁর কাঁধে। ঠিক তেমনই, প্রযোজক হিসেবে ‘হবু চন্দ্র রাজা গবু চন্দ্র মন্ত্রী’কে গোটা বিশ্বের দর্শকদের বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছেন তিনি। আর এবার মহালয়া উপলক্ষেও মহাচমক দিলেন। টলিউডের দুই সুপারস্টার দেব-প্রসেনজিৎকে দেখা যাবে এক সিনেমায়।

নিঃসন্দেহে বড় ঘোষণা! এই অবশ্য প্রথম নয়। সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘জুলফিকার’-এও একসঙ্গে স্ক্রিন-স্পেস শেয়ার করেছিলেন দেব-প্রসেনজিৎ। এছাড়া দেব প্রযোজিত ‘ককপিট’ ছবিতেও স্বল্প দৈর্ঘ্যের এক গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছিল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে (Prosenjit Chatterjee)। তবে এবার আরও বড় পরিসরে সিনেপর্দায় দেখা যাবে টলিউডের এই দুই সুপারস্টারের ম্যাজিক।

[আরও পড়ুন: ‘সিরিয়ালের ফ্লোরে, মেকআপ রুমে সেলিব্রিটিরা বেপরোয়াভাবে নেশা করছে’, বিস্ফোরক টলিউড প্রযোজক]

সিনেমার নাম ‘কাছের মানুষ’ (Kacher Manush)। পরিচালনা করছেন পথিকৃত বসু (Pathikrit Basu)। প্রযোজনায় দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চারস। ক্যামেরার দায়িত্বে মধুরা পালিত। মহালয়া উপলক্ষে বুধবার প্রকাশ্যে এল ছবির প্রথম মোশন পোস্টার। তবে চমক এখানেই শেষ নয়! কাস্টিংয়ে রয়েছেন আরও এক তারকাও। তিনি ইশা সাহা (Isha Saha)। দেবের বিপরীতে ‘গোলোন্দাজ’ ছবিতে অভিনয় করেছেন। এবার দ্বিতীয়বারের জন্য ‘কাছের মানুষ’ ছবিতে দেবের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন অভিনেত্রী।

মোশন পোস্টারে দেব-প্রসেনজিৎকে দেখা গেল মুখোমুখি। চিন্তায় মগ্ন। দু’জনেই বসে রেললাইনের ওপরে। ট্রেন এগিয়ে আসছে তাঁদের দিকে। ছবির গল্প অবশ্য এখনই ভাঙতে নারাজ প্রযোজক-অভিনেতা। পুজোর পর থেকে শুরু হচ্ছে শুটিং। আগামী বছর গ্রীষ্মকালে মুক্তি পাবে ‘কাছের মানুষ’।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Dev prosenjit chatterjees upcoming film kacher manush