Raghu Dakat-Prosenjit Chatterjee: 'আগে ৩০ লাখে সিনেমা হত আর এখন..', দেবের রঘু ডাকাত ট্রেলার লঞ্চে প্রসেনজিৎ, শ্রদ্ধা জ্ঞাপন জুবিনকে..

বাংলা ছবির অনুষ্ঠানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থাকবেন না এমন টা হয় না। তাঁকে বলতে শোনা গেল, এই পুজোয় চাটতে ছবির রিলিজ। তাই, প্রত্যেকটা ছবি সকলে গিয়ে হলে দেখুন। এবং, বাংলা ছবিকে ভালবাসুন। তবে, দেব একা না।

বাংলা ছবির অনুষ্ঠানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থাকবেন না এমন টা হয় না। তাঁকে বলতে শোনা গেল, এই পুজোয় চাটতে ছবির রিলিজ। তাই, প্রত্যেকটা ছবি সকলে গিয়ে হলে দেখুন। এবং, বাংলা ছবিকে ভালবাসুন। তবে, দেব একা না।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
dev

যা বললেন সকলের প্রিয় বুম্বা...

আজ শুধু রঘু ডাকাতের ট্রেলার লঞ্চ না। বরং, তাঁর সঙ্গে সঙ্গে দেবের ইন্ডাস্ট্রিতে ২০ বছর সম্পূর্ণ হওয়ার সেলিব্রেশন পর্যন্ত হচ্ছে সেখানে। তবে, আজকের স্টেজে উপস্থিত ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তিনি সাফ জানালেন এটা শুধু দেবের অনুষ্ঠান না, বরং এটা বাংলা ছবির আনন্দ অনুষ্ঠান। কারণ, এখানে বাংলা ছবির বড় মানুষের বসে আছেন।

Advertisment

বাংলা ছবির অনুষ্ঠানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থাকবেন না এমন টা হয় না। তাঁকে বলতে শোনা গেল, এই পুজোয় চাটতে ছবির রিলিজ। তাই, প্রত্যেকটা ছবি সকলে গিয়ে হলে দেখুন। এবং, বাংলা ছবিকে ভালবাসুন। তবে, দেব একা না। তাঁর স্বপ্নকে সফল করেছেন যারা তাঁদেরকে স্টেজে ডাকতে ভুলে গেলেন না। ডেকে নিলেন SVF এর দুই কর্ণধারকে। এবং এও মনে করালেন এই দুইজনের চেষ্টায় বাংলা ছবি অনেকদূর এগিয়েছে। তবে, বাংলা ছবি যে এখন আর্থিকভাবে কতটা সফল, সেটাই জানালেন তিনি।

সকলের প্রিয় বুম্বার কথায়, আগে ৩০ লক্ষ টাকায় একটা সিনেমা হত। এখন ৩০ লক্ষ টাকায় একটা অনুষ্ঠান হচ্ছে। আর আজ সেই অনুষ্ঠানে আমরা উপস্থিত আছে। এটা দেখেই আজ আনন্দ হয়। শ্রীকান্ত এবং মনি দুজনে বহুবছর আগে একটা ছবি বানিয়েছিল, তাঁর নাম ভাই আমার ভাই। তারপর শ্বশুরবাড়ি জিন্দাবাদ করেছিল আমার সঙ্গে। এটাই আমার কাছে আনন্দের। আর দেব? ও তো আপনাদের ২০ বছর ধরে মনোরঞ্জন করে চলেছে। এবং আমাদের আনন্দ দেওয়াই কাজ।

Advertisment

এরপর সেই অনুষ্ঠানে গতকাল দুর্ঘটনায় প্রয়াত জুবিন গর্গকে ট্রিবিউট জানানো হয়। রথিজিৎ এবং নীলায়ন চট্টোপাধ্যায় মিলে, শুরু করলেন চোখের জলে ভাসিয়ে দিলাম। সঙ্গে নীরবতা পালন করলেন সকলে। উপস্থিত সকল স্টারেরা উঠে দাঁড়ালেন। তবে, এই ট্রেলার লঞ্চে উঠল  নানা প্রসঙ্গ।

prosenjit chatterjee Dev