Dev - Raghu Dakat: দেবের ২০ বছরে কোনও কৃতিত্ব নেই রাজের? রঘু ডাকাতে শুভশ্রীর অনুপস্থিতি নিয়ে জোরাল আলোচনা..

এদিকে দেবের অনুষ্ঠানে নেচে কাঁপিয়ে দিলেন তার পরিচালকরা। দেবের আমন্ত্রণে তাঁরা সাড়া না দিয়ে পারলেন না। তাঁরা নাচলেন, দেবকে সঙ্গ দিলেন। কিন্তু, সব কিছুর মাঝে যেন আজকে একটা জায়গায় ফাঁকা ছিল।

এদিকে দেবের অনুষ্ঠানে নেচে কাঁপিয়ে দিলেন তার পরিচালকরা। দেবের আমন্ত্রণে তাঁরা সাড়া না দিয়ে পারলেন না। তাঁরা নাচলেন, দেবকে সঙ্গ দিলেন। কিন্তু, সব কিছুর মাঝে যেন আজকে একটা জায়গায় ফাঁকা ছিল।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
dev2

স্টেজে নেই পুরনো মানুষরা...

কিরে আমাকে ছাড়া কুড়ি বছরের সেলিব্রেশন করবি তুই? আজ বাংলা সিনেমার উদযাপনের সঙ্গে সঙ্গে দেবের কুড়ি বছরের যাত্রার উদযাপন। স্টেজে উপস্থিত ছিলেন অভিনেতার সমস্ত লিডিং লেডিরা। প্রথম থেকে ভক্তদের আক্ষেপ হচ্ছিল, হয়তো বা কোয়েল মল্লিক উপস্থিত নেই। কিন্তু বন্ধুর বিশেষ দিনে বন্ধু থাকবেন না এটা নিশ্চয়ই হয় না।

Advertisment

পারিবারিক সূত্রে কোয়েলের সঙ্গে যেমন সুন্দর বন্ধুত্ব তার, ঠিক সেরকমই তার সঙ্গে স্টেজ শেয়ার করার অভিজ্ঞতা দারুন। লাল পরী সেজে মঞ্চে এলেন কোয়েল মল্লিক। তাকে দেখতে যেমন সুন্দর লাগছিল, সেরকমই প্রথম থেকে খুনসুটিতে মাতলেন তারা দুজনে। কোয়েলের গলা শুনেই যেন বুঝতে পেরে গেলেন। এবং তারপর শুরু হল দুই বন্ধুর কথোপকথন। আজকের অনুষ্ঠানে যেন উপরি পাওনা ছিল তাঁদের দুজনের নাচ।

অভিনেত্রীকে বলতে শোনা গেল, ভাবা যাচ্ছে না। কুড়িটা বছর কেরকম আঙ্গুলের তুলি মারার মধ্যে দিয়ে চলে গেল। আর দেবও বললেন, "আমার গসিপ করার মধ্যে সবথেকে আগে আসে কোয়েল। ওর কাছে একটা ফোন চলে গেলে, যে কোন সাহায্য যে মুহূর্তে করে দেবে। কিন্তু তুই কি কোনও কথা বলবি না?" কোয়েল খুনসুটির সুরে বললেন... "তুই আমায় বলতে দিবি? সব তো তুই বলে দিলি।" কিন্তু, কোয়েলের লেগপুল না করলে দেবের ভাত হজম হয় না।"

Advertisment

এদিকে দেবের অনুষ্ঠানে নেচে কাঁপিয়ে দিলেন তার পরিচালকরা। দেবের আমন্ত্রণে তাঁরা সাড়া না দিয়ে পারলেন না। তাঁরা নাচলেন, দেবকে সঙ্গ দিলেন। কিন্তু, সব কিছুর মাঝে যেন আজকে একটা জায়গায় ফাঁকা ছিল। দেবের জীবনের অন্যতম শ্রেষ্ঠ পরিচালক, যার নাম রাজ চক্রবর্তী, পরিচালকদের তালিকায় তিনি ছিলেন না। অনুষ্ঠান তো দূর, তাঁকে দেখা গেল পর্দাতেও। রাজের হাত ধরে, দেবের জনপ্রিয়তা পাওয়া শুরু। শুধু তাই নয়, চ্যালেঞ্জের সেই এন্ট্রি আজও ভোলার নয়। দুই পৃথিবীতে একসঙ্গে কাজ করেছিলেন তিনি। তাই, রাজের অনুপস্থিতি খুব ভাবিয়েছে সকলকে।

এছাড়াও ছিল শুভশ্রীর কমতি। নায়িকাদের মধ্যে অনেকেই ছিলেন না। মিমি কিংবা পায়েল ছিলেন না, কিন্তু, শুভশ্রীর উপস্থিতি সকলকে ভাবিয়েছে। তাই এই নিয়ে আলোচনা তুঙ্গে। কেউ কেউ এমনও বললেন, গোটা কেরিয়ারে কি রাজের কোনো কৃতিত্ব নেই।

Raj Chakraborty Dev