/indian-express-bangla/media/media_files/2025/09/08/dev-2025-09-08-16-25-27.jpg)
বড় ঘোষণা দেবের...
/indian-express-bangla/media/media_files/2025/09/08/542305744_17909598432215384_1313288146595546325_n-2025-09-08-16-25-52.jpg)
৬ তারিখ দেব এবং তাঁর দলবল - পৌঁছে গিয়েছিলেন মালদা। সেখানে সারাদিন ব্যাপি নানা ধরনের অনুষ্ঠান হয়। এবং সেখানেই দেব ভক্তদের উন্মাদনা ছিল দেখার মত। আর আজ সকাল থেকেই দেবকে দেখা যাচ্ছে, দেব শিলিগুড়ি থেকে নানা জায়গায় বেশ মজা করতে ব্যস্ত।
/indian-express-bangla/media/media_files/2025/09/08/544837032_18504310198070779_4369797817038192517_n-2025-09-08-16-26-41.jpg)
'খোকা গেল মাছ ধরতে...' দেব এবং তাঁর নায়িকা থেকে অন্যান্য সহ অভিনেতা ও অভিনেত্রীরা মাছ ধরতে গেলেন। জলে নেমে তাঁদের আনন্দ দেখার মত। দেব একা নন, তাঁর সঙ্গে ইধিকা থেকে সোহিনী, রয়েছেন সবাইই।
/indian-express-bangla/media/media_files/2025/09/08/543855781_18504310225070779_4275126690133609392_n-2025-09-08-16-27-06.jpg)
'খোকা গেল মাছ ধরতে...' দেব এবং তাঁর নায়িকা থেকে অন্যান্য সহ অভিনেতা ও অভিনেত্রীরা মাছ ধরতে গেলেন। জলে নেমে তাঁদের আনন্দ দেখার মত। দেব একা নন, তাঁর সঙ্গে ইধিকা থেকে সোহিনী, রয়েছেন সবাইই।
/indian-express-bangla/media/media_files/2025/09/08/542856083_17909598423215384_6843647816986090347_n-2025-09-08-16-27-22.jpg)
শিলিগুড়ির সেভেকশ্বরী মন্দিরে সকালবেলা পুজো দিতে গিয়েছিলেন তাঁরা। একে একে মা কালীর আরাধনা করতে দেখা গেল তাঁকে। এবং, সোহিনী নিজেও সেই ছবি শেয়ার করেছেন। তাতে তিনি লিখছেন, মায়ের কাছে মায়ের বেটা বেটিরা। রঘু ডাকাতের টিম সেভকেশ্বরী কালী মন্দিরে।
/indian-express-bangla/media/media_files/2025/09/08/542774718_17909598495215384_5663308907729977872_n-2025-09-08-16-26-16.jpg)
এদিকে, আগামী ২০ তারিখ হতে চলেছে কলকাতার বুকে একটা বড় ঘটনা। সেদিন রঘু ডাকাতের ট্রেলার লঞ্চ অনুষ্ঠান হতে চলেছে নেতাজি ইনডোর স্টেডিয়ামে। এবং, খেয়াল করলে দেখা যাবে, এদিন যে অনুষ্ঠান রাখা হয়েছে, তাঁর টিকিট আজ সন্ধ্যা ৬টা থেকে ডিস্ট্রিক্ট অ্যাপে মিলবে। তবে...
/indian-express-bangla/media/media_files/2025/09/08/543670665_18504310243070779_73803280297310718_n-2025-09-08-16-28-02.jpg)
এই টিকিট নিয়েও রয়েছে বড় ঘোষণা। এর মূল্য মাত্র ৪৯ টাকা। এবং সমস্ত অর্থ যাবে টেকনিশিয়ান ওয়েলফেয়ার ট্রাস্টে। মেগাস্টার দেব এবং এসভিএফ এন্টারটেইনমেন্ট-এর সহ-প্রতিষ্ঠাতা শ্রীকান্ত মোহতার উদ্যোগে এই বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে। সিনেমার মেরুদণ্ড- এই টেকনিশিয়ানদের জন্যই মূলত এই প্রয়াস, যাদের অক্লান্ত পরিশ্রমে প্রতিটি ফ্রেম জীবন্ত হয়।
/indian-express-bangla/media/media_files/2025/09/08/542593565_18504310228070779_1218442371235574045_n-2025-09-08-16-28-30.jpg)
প্রসঙ্গে, কিছুদিন আগেও দেব তাঁর ধূমকেতুর ট্রেলার লঞ্চে গোটা বাংলাকে চমকে দেন। এবং, তারপর পরবর্তী সময়ে নেতাজি ইনডোরে অনুষ্ঠান প্রসঙ্গে নানা ধরনের সেফটি প্রোটোকল নিয়েও আলোচনায় বসেন তিনি। আপাতত, তাঁরা নানা শহরের নানা প্রান্তে পৌঁছে যাচ্ছেন।