scorecardresearch

বড় খবর
এক ফ্রেমে কেন্দ্রীয় কয়লামন্ত্রী ও কয়লা মাফিয়া, বিজেপিকে বিঁধলেন অভিষেক

‘কাছের মানুষকে’ নিয়ে গ্রীসে দেব, পাল্লা দিলেন রুক্মিণীও! দেখুন অদেখা ছবি-ভিডিও

যত কাণ্ড গ্রীসে

‘কাছের মানুষকে’ নিয়ে গ্রীসে দেব, পাল্লা দিলেন রুক্মিণীও! দেখুন অদেখা ছবি-ভিডিও
কাছের মানুষের সঙ্গে ভ্রমণে দেব

বিলেতে ছুটি কাটাতে ব্যস্ত দেব রুক্মিণী। একের পর এক ছবি ভিডিও আপলোড করতেই উচ্ছ্বসিত দর্শকরা, বিশেষ করে দেব ভক্তরা। ছবি রিলিজের পরেই পাড়ি দিয়েছেন গ্রীসে।

খোলা আকাশের নিচে, মাঝ দরিয়ায় এমনই ভাবনা চিন্তা করছেন দেব। সেই চিন্তিত মুখ, কত কী ভাবনায় মগ্ন তিনি। এদিকে, সঙ্গী রুক্মিণী রয়েছেন নিজের তালে মত্ত। ছুটির মোড শুরু করছেন সেই জানান আগেই দিয়েছিলেন, এবার গ্রীসে পৌঁছেই ছবি পোস্টালেন। প্রকৃতির মাঝে নিদারুণ সৌন্দর্য উপভোগ করছেন দুজনে।

দেবের স্টেটাস জুড়ে শুধুই গ্রীসের অলিগলি। আনাচে কানাচে ভিডিও করে অনুরাগীদের উদ্দেশ্যে আপলোড করছেন তিনি। কম নয় রুক্মিণী নিজেও। খাবারের টেবিল থেকে এদিক ওদিকের ঘুরে বেড়ানোর ছবি। স্যান্টরিনির বিশেষ ডিস হোক কিংবা ওশান ভিউ – দেব রুক্মিণীর সোশ্যাল মিডিয়ায় সবটাই ধরা পড়ছে।

গ্রীসে আগেও এসেছেন দেব। হিরোগিরি ছবির শুটিংয়ের স্মৃতি তাজা করলেন। একই জায়গায় ভিডিও করে জানালেন, ৮ বছর আগে এখানে শুটিংয়ে এসেছিলাম। আজ আবারও সেই জায়গায়। আর পাঁচজন বাঙালির মত রুক্মিণীও ঘুরে বেড়াচ্ছেন মন মত। অবশ্যই দেবকে সঙ্গী করেই ছবি তুলছেন। যদিও দুজনের একসঙ্গে ছবি এখনও পর্যন্ত দেখা যায় নি। এবং একথা বলাই যায় দেব নিজেও রুক্মিণী ছবি তুলেও দিচ্ছেন।

দুজনের গ্রীস ভ্রমণ জমে উঠেছে। খাওয়াদাওয়া থেকে আড্ডা, দেব রুক্মিণী দেদার আনন্দ করতে ব্যস্ত। নিজেদের মত সময় কাটাচ্ছেন, নানান মুহূর্ত শেয়ার করছেন। সবমিলিয়ে জমজমাট তাদের ভ্যাকেশন মোড।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Dev rukimini vacation in greece