সিনেমা তৈরি করতে গেলে আসলেই কি প্রয়োজন? ভাল স্ক্রিপ্ট? নাকি অসাধারণ এক স্টারকাস্ট, নাকি ভীষন দাবি করবেন একজন পরিচালক। দেব, যেন নিজেকে নানাভাবে তুলে ধরছেন ভিন্ন সিনেমার জন্য। কখনও বদলাচ্ছেন লুক, আবার কখনও বদলাচ্ছেন সংলাপ বলার ধরণ।
বিশেষ করে, ব্যোমকেশ হিসেবে দেব প্রকাশ্যে ধরা দিতেই যেন শোরগোল। কেউ কেউ, তাঁর বাংলা বলার ধরণ নিয়ে মজা করেছেন আবার কেউ কেউ তাঁকে আবীর, যীশু - অনির্বাণের সঙ্গে একই দাঁড়িপাল্লায় তুলেছেন। ব্যোমকেশ হিসেবে যারা প্রিয়, মানুষের মনোরঞ্জন করে এসেছেন এতদিন। তাঁদের টেক্কা দিয়ে নতুন কিছু করে দেখাতে পারবেন তো দেব? প্রশ্ন রয়েছে অনেকই। আর একবার যখন রহস্যের গন্ধ পেয়েছেন, তখন আর থেমে থাকার নয়। বরং, জানিয়ে দিলেন অন্যান্য সব দাপুটে গোয়েন্দার চরিত্রেও নিজেকে পাশ করানোর ইচ্ছে রয়েছে তাঁর। অর্থাৎ...
সামনেই বিরাট পরীক্ষা। একদিকে, সৃজিতের ব্যোমকেশ ও দুর্গ রহস্য অন্যদিকে দেবের। যদিও, ট্রেলার লঞ্চের দিন দুই দল এক হয়ে সমস্ত তর্ক বিতর্ককে ছুঁড়ে ফেলে দিয়েছেন। বাংলা ইন্ডাস্ট্রিতে একতা ছাড়া কিছুই নেই একথা জানান দিয়েছিলেন তাঁরা। তবে, এবার সাফ জানালেন যে ব্যোমকেশ কেন, সুযোগ পেলে ফেলুদা হবেন তিনি। এক সাক্ষাৎকারে বলেন...
"সুযোগ পেলে ফেলুদা না করার কিছু নেই। তাঁর মনে এটা নয় যে কালকেই করে ফেলবেন। অনেক সময় আছে। এখনও অনেক কাজ করার বাকি। পড়াশোনা গবেষণা করার বাকি। হয়তো, কোনওদিন মনে হলে সন্দীপদাকে বলব যে ফেলুদা করতে চাই।"
উল্লেখ্য, দুই ব্যোমকেশ নিয়ে জোরালো শোরগোল। যদিও, এরইমধ্যে সৃজিত এবং অনির্বাণ দেবের ব্যোমকেশকে বিরাট নম্বরে প্রথম জায়গা দিয়েছেন। এখন সবটাই রিলিজের পর। ১১ তারিখ ভাগ্য নির্ধারণ হতে চলেছে দেবের।