/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/06/Snapinsta.app_312373791_502744758414324_1624554567875639846_n_1024.jpg)
দেবের কাছের মানুষ
একদিকে যখন দুর্নীতি ভরে গিয়েছে বাংলায়, তখন দেবের দিকে আঙুল উঠলেও খুব স্বাভাবিক ভাবে সমস্ত পরিস্থিতি সামলেছেন তিনি। কোনও মন্তব্যও তো দূর বরং কাজের মধ্যেই ব্যাস্ত থেকেছেন। এখনও শুটিংয়ের ফাঁকে অনুরাগীদের জন্য নানা দৃশ্য তুলে ধরছেন দেব। এখন ব্যোমকেশকে পর্দায় তুলে ধরতে বেজায় ব্যস্ত তিনি। দেশের এপ্রান্ত থেকে অপর প্রান্তে ঘুরে বেড়াচ্ছেন। তাঁরই মাঝে এমন কিছু দেখানোর কথা বললেন, যা অবিশ্বাস্য!
ঝাড়খণ্ড এবং বোলপুরের শুটিং শেষ করে এখন তিনি পৌঁছে গিয়েছেন অন্যত্র। একেই প্রচণ্ড গরম তাঁর সঙ্গে প্রতিদিন চেষ্টা চালিয়ে যাচ্ছেন দেব ও তাঁর দলবল। এমন কিছু তাঁরা পরিকল্পনা করছেন যা দেখে চোখ কপালে উঠে যাবে দর্শকদের। প্রকাশ্যে জানালেন সেই কথা। নিজের সোশ্যাল মিডিয়ায় আপডেট দিয়ে যাচ্ছেন সমানেই। তবে, এবার নিজের ছবি নয়, ব্যোমকেশের কারিগরদের নিয়ে এমন কিছু বললেন তিনি...
আরও পড়ুন < অন্ধ হয়ে গিয়েছেন শুভশ্রী! ভুলভাল জায়গায় ঢুকে পড়ার ইঙ্গিত অভিনেত্রীর, তারপর…. >
একই ফ্রেমে পরিচালক এবং ক্যামেরা পার্সন। বদ্ধ একটি জায়গায় দাঁড়িয়ে রয়েছেন দুজনে। প্ল্যানিং করছেন বেস্ট শট নেওয়ার। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছেন দেব। লিখলেন, চতুর্থ শিডিউল শুরু হয়েছে। এমন কিছু দেখতে পাবেন যা আগে কখনও দেখেন নি। দারুণ সব শট নেওয়ার প্ল্যানিং চলছেন, তৈরি থাকুন।
দেব ব্যোমকেশ হচ্ছেন, এইকথা প্রকাশ্যে আসার পর থেকেই শোরগোল। কারওর কাছে তিনি ব্যোমকেশ হিসেবে একেবারেই কাঁচা আবার কেউ বলছেন, দেব ফাটিয়ে দেবেন। যদিও, সবটাই প্রকাশ পাবে ছবি রিলিজের পর। এখন শুধুই শুটিংয়ের ব্যস্ততা। তাঁরই মাঝে নানা জায়গা ঘুরে বেস্ট শট নেওয়ার পালা। সঙ্গে রয়েছেন সত্যবতী রুক্মিণী। সদলবলে তৈরি চমক দিতে।