/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/05/dev2_afd1fa.jpg)
Dev: দেবের নামে মিথ্যে রটছে?
ভুল তথ্য প্রকাশ করা হয়েছে মিডিয়ায়! তাঁকে নিয়ে যে ধরনের খবর রটেছে, তা সম্পূর্ন মিথ্যে। এমনটাই জানালেন দেব। কিন্তু কী এমন রটেছে?
তারকা যখন, তখন নানা কিছু তাদের সম্পর্কে আলোচিত হতেই থাকে। আর বাংলা ইন্ডাস্ট্রি শেষ সুপারস্টার হিসেবে দেব তো আলোচনার শীর্ষে। এবার তাঁকে নিয়েই এমন খবর ঘুরছে যে দেব বাধ্য হয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে বাধ্য হন।
শেষ কিছু সময়, বাংলদেশে তুফান ঝড়। শাকিবের এই ছবি এই বাংলাতেও রিলিজ করেছে। রিলিজের পর থেকেই প্রশংসা পাচ্ছে এই ছবি। মিমি অভিনয় করেছেন এই ছবিতে। ছবির পরিচালক রায়হান রাফিকে শোনা গিয়েছিল এমনটাই বলতে, যে জিতের সঙ্গে কাজ করতে চান তিনি। এবার যে খবরে দেব অস্বীকার করলেন...
আরও পড়ুন - Akshay Kumar-Dev: দেবকে নকল করছেন না তো? বাংলার সাংসদ-কে দেখেই গাছ লাগানোর কথা মনে পড়ল অক্ষয়ের?
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/07/image_080e77.png)
জানা গিয়েছে, তুফান রিলিজের পর তাঁর সাফল্য দেখে দেব এবং জিৎ দুজনেই নাকি রায়হান রাফিকে একসঙ্গে কাজ করার জন্য অনুরোধ করেছেন। আমি এখনও কাউকে কনফার্ম করি নি। আর এই খবর যে একদম মিথ্যে সেকথা জানিয়ে দিলেন দেব। এখনও বাংলদেশের পরিচালকের সঙ্গে যে কোনও আলোচনা হয়নি সেকথা সাফ জানালেন।
দেব লিখছেন, "একদম এই কথা সত্যি নয়। তারপরেও, ওকে অনেক শুভেচ্ছা রইল। ভাল করুন আরও।"