Dev shared Rukmini's Secret: আসন্ন বিনোদিনী ছবির রিলিজ। আর তাঁর সঙ্গে সঙ্গে দেব যে এমন কান্ড করছেন, তাতে না হেসে উপায় নেই। অভিনেতা এতদিন নিজের খাদান নিয়ে বেশ ব্যস্ত ছিলেন। তবে, এখন বিনোদিনী নিয়ে নানা কথা বলতে শোনা যাচ্ছে তাঁকে। রুক্মিণী মৈত্রকে সঙ্গে নিয়েই গতকাল নন্দনে গিয়েছিলেন, ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে।
সেখানে গিয়েই তিনি একের পর এক মন্তব্য রেখেছেন। শুধু তাই নয়, তাঁকে নানা কথা বলার পাশাপাশি এমন কিছু বলতে শোনা গিয়েছে যাতে না হেসে উপায় নেই। প্রেমিকাকে নিয়ে দিব্যি মশকরা করতে দেখা গেল তাঁকে। আর তাঁর কথা শুনে রুক্মিণী ( Rukmini Maitra ) কোথায় মুখ লোকাবেন যেন জায়গা খুঁজে পেলেন না। কী এমন বললেন দেব, যাতে এই হাল অভিনেত্রীর? দুজনের প্রেম এবং বন্ধুত্ব নেহাতই অজানা নয় কারওর কাছে। আর রুক্মিণীর এই ছবির প্রযোজক দেব ( Dev ) নিজেই।
বলাই বাহুল্য, রুক্মিণী এবং তাঁর বিনোদিনী ওয়েভ বেশ জনপ্রিয়তা পেয়েছে। এমনকি তাঁর কানহা গানে নাচ, দেখে অনেকেই বেশ আপ্লুত। এখানেই শেষ না। অভিনেত্রীকে বিনোদিনী হিসেবে যে দারুণ কসরত করতে হয়েছে সেকথা নিজেই জানিয়েছেন। কিন্তু, তাই বলে সেটা মুদ্রা দোষে পরিণত হবে? রুক্মিণী এবং তাঁর এই অদ্ভুত অভ্যাসের কথা দেব স্পষ্ট জানালেন সকলের সামনে। শুধু তাই নয় তারপরেই যে গন্ডগোল পাকালেন, তাতে লজ্জায় মাথা নামিয়ে নিলেন রুক্মিণী।
দেব বললেন, "কানহা গানটা দেখতে দেখতে মনে পড়ে গেল, ও নাকি ঘুমের ঘোরেও হাত পা নারে এরকম ভাবে। ক্লিয়ার করে দি, ওর মা বলেছে। আমি কিন্তু বলিনি।" এরপরই দেব হাসতে শুরু করলেন। এটুকু বুঝতে বাকি নেই, দেব কেন একথা বললেন। কিন্তু, দেবের কথার কাণ্ডে বাকিরা যেভাবে হেসে উঠলেন, তাতে রুক্মিণী মুখ ঢেকে কোথায় লোকাবেন, যেন বুঝতে পারছিলেন না।
কিন্তু বাকিদের হাসির চোটে দেব যেন লজ্জায় পড়ে গেলেন। তাই তো বারবার বলতে শুরু করলেন, "এই সত্যিই ওর মা বলেছে। রুক্মিণী তোমার মায়ের ভিডিও আপলোড করে দিও।" উল্লেখ্য, দেব তাঁর পরবর্তী সব প্রজেক্টের ঘোষণা করেছেন। পুজোয় আসছে রঘু ডাকাত। আর প্রজাপতি ২ এর শুটিং শুরু করবেন খুব শীঘ্রই।