সামনেই রিলিজ করবে ব্যোমকেশ ও দুর্গরহস্য। দেবের সঙ্গে সঙ্গে পাল্লা দিয়েছেন সৃজিত মুখোপাধ্যায় নিজেও। তিনিও প্রায় একই সময় রিলিজ করছেন অনির্বাণ সোহিনী অভিনীত এই সিনেমা। কার ব্যোমকেশ ভাল হতে চলেছে এই নিয়েও বিতর্ক তুঙ্গে। এরইমধ্যে দেব জানালেন..
Advertisment
দেবের ব্যোমকেশ পরিচালনা করছেন বিরসা দাশগুপ্ত। ট্রেলার লঞ্চের দিন দেব জানান, তিনি নাকি নিজে থেকেই দেবকে ফোন করে বলেছিলেন যে এই ছবি পরিচালনা করতে চান তিনি। দেব আর না করতে পারেননি। এবার, সৃজিতের থেকে এগিয়ে রাখতে বিরসাকে বিরাট কমপ্লিমেন্ট দিলেন তিনি। ব্যোমকেশ যুদ্ধের লগ্নে বিরসাকে উদ্দেশ্য করে তিনি বলেন...
"আমার আর বিরসার বন্ধুত্ব নিদারুণ, এসব সম্পর্ক কম হয়। একটাই শব্দ তোমার জন্য, তুমি একজন জিনিয়াস। উনি পরিচালক হিসেবে ওনার কাজটা জানেন। তাঁর থেকেও বড় কথা, অভিনেতাদের দিয়ে নিজের কাজ হাসিল করতে জানেন। ধন্যবাদ বিরসা"। একদিকে, এটা তাঁর ড্রিম প্রজেক্ট। অন্যদিকে, রুক্মিণীকে নিয়ে বেজায় দ্বন্দ্বে ছিলেন তিনি। সত্যবতীর চরিত্রে রুক্মিণীকে আদৌ মানাবে কিনা এই নিয়ে সন্দেহ ছিল তাঁর। তবে, এখন সেই ধারণায় বদল এনেছেন।
রুক্মিণী নিজেও বেজায় উৎসাহী সত্যবতীর চরিত্র পেয়ে। অভিনেত্রীর কথায় তিনি মেথড অ্যাক্টর না। পরিচালকের কারণেই নাকি দেব রাজি হয়েছিলেন, রুক্মিণীকে এই চরিত্রে বেছে নিতে। অভিনেত্রী এই চরিত্রের কারণে, অনেক কটাক্ষ শুনেছেন। কিন্তু, তাঁর মতে এসব চরিত্রের জন্য অনেকে অনেক কথা বলবে। সব তো গায়ে মাখলে চলবে না। তিনি রাজহাঁসের মত। জলের মধ্যে যে দুধটুকু থাকে সেটা নিয়েই বেঁচে থাকতে ভালবাসেন।