Dev Raghu Dakat: 'স্বপ্নটা দেখেছিলাম ২০২১-এ', রবিবাসরীয় সকালে শুরু হল স্বপ্নপূরণের পথ চলা, কবে আসছে দেবের 'রঘু ডাকাত'?

Dev : রবিবাসরীয় সকালে সুখবর শোনালেন টলি সুপারস্টার দেব। দীর্ঘ চার বছরের স্বপ্নপূরণ হওয়ার খবর দিলেন অভিনেতা। বসন্তৎসবের পরই শুরু হয় স্বপ্নপূরণের জর্নি। ২০২৪-এ বড়দিন বড় ধামাকা ছিল খাদান, এবার পুজোয় গ্র্যান্ড রিলিজ হতে চলেছে দেবের রঘু ডাকাত। দেখে নেওয়া যাক সেটা কোন স্বপ্ন?

Dev : রবিবাসরীয় সকালে সুখবর শোনালেন টলি সুপারস্টার দেব। দীর্ঘ চার বছরের স্বপ্নপূরণ হওয়ার খবর দিলেন অভিনেতা। বসন্তৎসবের পরই শুরু হয় স্বপ্নপূরণের জর্নি। ২০২৪-এ বড়দিন বড় ধামাকা ছিল খাদান, এবার পুজোয় গ্র্যান্ড রিলিজ হতে চলেছে দেবের রঘু ডাকাত। দেখে নেওয়া যাক সেটা কোন স্বপ্ন?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Dhrubo Banerjee, Dev, Raghu Dakat, Tollywood, দেব, ধ্রুব বন্দ্যোপাধ্যায়, দেবের নয়া ছবি রঘু ডাকাত, ধ্রুব বন্দ্যোপাধ্যায়, tollywood, upcoming bengali cinema, bengali news today

স্বপ্নটা দেখেছিলাম ২০২১: দেব

Raghu Dakat Shooting Start: রবিবাসরীয় সকাল আর দেব ভক্তদের জন্য বিরাট সুখবর। ২০২১ সাল থেকে যে স্বপ্নটা দেখেছিলেন আজ সেই স্বপ্নপূরণের পথ চলা শুরু হল। কী সেই স্বপ্ন? সোশ্যাল মিডিয়াতেই উত্তর দিলেন সুপারস্টার দেব। রঘু ডাকাতের পোস্টার শেয়ার করে দেব লিখলেন, '২০২১ থেকে স্বপ্ন দেখা শুরু করেছিলাম। আজ শুটিং শুরু হল।' প্রযোজনা সংস্থা এসভিএফের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে দেব আরও যোগ করেছেন শ্রীকান্ত মোহতা ও মহেন্দ্র সোনির সহযোগিতা ছাড়া এই দিনটা দেখা অসম্ভব ছিল।'

Advertisment

রঘু ডাকাতের শুটিং শুরু করে আনন্দে ভাসছেন দেব। খুশি জাহির করতে গিয়ে লেখেন, 'আজ আমাদের ইন্ডাস্ট্রি যে জায়গায় রয়েছে এক একটি পয়সার মূল্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবুও তাঁরা এই কাজটি করার সাহস দেখিয়েছেন। আজ থেকে শুটিং শুরু হল। আপনাদের সকলের আশীর্বাদ, শুভ কামনা প্রয়োজন।' চলতি বছরের পুজোয় পর্দায় 'রঘু ডাকাত' হয়ে ধরা দেওয়ার নতুন জার্নি শুরু করলেন দেব।

Advertisment

এই ছবির পরিচলক ধ্রুব বন্দ্যোপাধ্যায়। অনভিপ্রেত বিলম্বের জন্য মোটেই হতাশ নন পরিচালক। তাঁর প্রতিও কৃতজ্ঞতা জানিয়ে 'রাজার রাজা' দেব লিখেছেন, 'এই ছবি বানানোর জন্য ধ্রব ছিলেন দৃঢ় প্রতিজ্ঞ। একটা সময় আমিও বিশ্বাস হারিয়ে ফেলেছিলাম। কিন্তু, ওঁর আত্মবিশ্বাস এক মুহূর্তের জন্যও টলানো যায়নি। লাস্ট বাট নট ইন লিস্ট, বিগত ছ'মাস ধরে এই ছবির সঙ্গে যাঁরা যুক্ত থেকে অক্লান্ত পরিশ্রম করে সিনেমা তৈরির ইচ্ছেকে বাস্তবায়িত করতে সাহায্য করেছেন তাঁদের প্রত্যেককে ধন্যবাদ। যদি সব কিছু ঠিক থাকে তাহলে ২০২৫-এ ই সিনেমাহলে মুক্তি পাবে রঘু ডাকাত। এটা হতে চলেছে এবছরের সেরা বাংলা ছবি।' 

দেব অভিনীত শেষ ছবি খাদান যা বক্স অফিসে 'তুফান' করেছিল। 'কিশোরী' ইধিকাকে সঙ্গে নিয়ে রাজার রাজা দেব ম্যাজিকে বুঁদ হয়েছিল গোটা দেশ। উল্লেখ্য, রঘু ডাকাতেও অভিনয় করছেন ইধিকা পাল। বড়দিনে খাদানে দেবের বিরাট ধামাকার পর নতুন বছরে রঘু ডাকাতের শুটিং শুরু করলেন। এই খবর তো আনন্দে উচ্ছ্বসিত দেব ভক্তরা। খাদানে দ্বৈত চরিত্রে অভিনয় করে ঝড় তুলেছিলেন দর্শকের মনে। এবার রঘু ডাকাতে দেবের নতুন ম্যাজিকের অপেক্ষায় আপামর বাঙালি দর্শক। প্রসঙ্গত, ২০২১ সালে এই ছবিটির ঘোষণা করে প্রযোজনা সংস্থা এসভিএফ। বহু বাধা পেরিয়ে এ বার দেবের সঙ্গে যৌথ প্রযোজনায় শুরু হল সিনমার শুটিং। সিনেমার গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন  সোহিনী সরকার, রূপা গঙ্গোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য।

Dev Bengali Cinema Bengali Actor Bengali Film tollywood news Bengali Film Industry Tollywood superstar Dev