Advertisment

Dev Mother Birthday: মাকে জাপটে 'বার্থডে স্পেশাল' চুমু, খাদানের সাফল্যের মাঝেই পারিবারিক সেলিব্রেশন দেবের

Dev Mother Birthday Celebration: বৃহস্পতিবার মায়ের জন্মদিন বলে কথা। তাই সেলিব্রেশন তো মাস্ট। মাঝরাতেই পরিবারের সঙ্গে কোয়ালিটি সময় কাটালেন দেব। সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিলেন সেই মুহূর্ত।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
খাদানের সাফল্যের মাঝেই পারিবারিক সেলিব্রেশন দেবের

খাদানের সাফল্যের মাঝেই পারিবারিক সেলিব্রেশন দেবের

Dev Shares Photos Of Mother Birthday: এই মুহূর্তে তো খাদানের সাফল্যে বুঁদ 'রাজার রাজা' দেব। ২০ ডিসেম্বর খাদান মুক্তির পরই সুপারহিট। এরপর গোটা ভারতব্যাপী মুক্তি পেয়েছে দেব-ইধিকা-যিশুর ব্লকবাস্টার মুভি 'খাদান'। আগামী ২৫ জানুয়ারি আবার দুবাইতেও মুক্তির অপেক্ষায় দেবের ছবি। এর মাঝেই পারিবারিক সময় কাটালেন সুপারস্টার দেব। নায়ক তকমা সরিয়ে আর পাঁচজন সাধারণ ছেলের মতো মাকে জড়িয়ে যেন প্রশান্তির খোঁজে দেব। আজ দেবের মায়ের জন্মদিন। তাই বৃহস্পতিবার মায়ের সঙ্গে বেশ কিছু ছবি পোস্ট করেছেন দেব। কয়েকটি ছবিতে আবার পরিবারের সঙ্গেও খোশ মেজাজে ধরা দিলেন দেব। 

Advertisment

কাজের হাজার ব্যস্ততার মাঝেও মায়ের জন্য সময় ঠিক বের করেছেন দেব। মাকে জাপটে দেবের স্নেহের পরশ সকলের মন ছুঁয়ে গিয়েছে। একমাত্র ছেলেকেও স্নেহের চুম্বন দেবের মায়ের-ও। ক্যামেরার সামনে মা-ছেলের পোজের কেরামতি কিন্তু, জাস্ট ফাটাফাটি। পারফেক্ট ফ্যামিলি টাইম কাটানোর সময় সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন দেব। ক্যাপশনে লিখেছেন, 'হ্যাপি বার্থডে মা'। ছবিতে লাল হৃদয়ের ইমোজি দিয়েছেন অভিনেতা রোহন ভট্টাচার্য। দেবের মা-কে বউদি সম্বোধন করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী সুদীপা চট্টোপাধ্যায়। 

Advertisment

ইন্ডাস্ট্রিতে পা রেখে বাণিজ্যিক ছবির নায়ক হিসেবেই পরিচিত ছিলেন দেব। সময়ের সঙ্গে নিজেকে ভেঙেচুরে দর্শকের দরবারে মেলে ধরেছেন। ভিন্ন ধারার ছবিতে অভিনয়ের মাধ্যমে নিজের প্রতিভার নজির গড়েছেন দেব। 'চাঁদের পাহাড়' থেকে 'টনিক', 'প্রধান' থেকে 'খাদান' দেব সত্যিই 'চ্যাম্প'। বাংলা ইন্ডাস্ট্রি যখন হিন্দি ও দক্ষিণী ছবির দাপটে একপ্রকার কোণঠাসা তখন এক ছবিতেই বাজিমাত দেবের। বড়দিন উপলক্ষে বড় পর্দায় মুক্তি পেয়েছে খাদান। যা এই মুহূর্তে সুপারহিট ছবির তকমা পেয়েছে। দীপক অধিকারী হিসেবে টলিউডে পা রেখে ধীরে ধীরে হয়ে উঠেছেন সকলের ভালবাসার দেব। 

সাম্প্রতিক অতীতে একাধিক সাক্ষাৎকারে দেব বলেছেন, নিজেকে যে জায়গায় দেখতে চেয়েছিলেন সেখানে নিজের যোগ্যতায় কিছুটা পৌঁছেছেন। তাঁর এই স্বপ্নপূরণে পরিবারের অবদান অনস্বীকার্য। তাই খাদানের মতো ছবি যখন দর্শককে ফরহার দিয়েছেন তখন মা-য়ের জন্মদিন পালন না করলে হয়? সেই জন্যই তো বৃহস্পতিবার মাঝরাতেই সেলিব্রেশন মুডে সুপারস্টার দেব। 

Dev Bengali Cinema Bengali Actor Bengali Film tollywood news Bengali Film Industry Tollywood superstar Dev
Advertisment