/indian-express-bangla/media/media_files/2025/10/07/dev1-2025-10-07-17-11-21.jpg)
দেবের নতুন সাহায্য...
দিন দুয়েক আগেই অনেকেই হাজির হয়েছিলেন পুজো কার্নিভালে। এমনকি, এও দেখা গিয়েছিল উত্তরবঙ্গ বন্যায় প্রায় ধ্বংস হয়ে যাওয়ার পরেও কার্নিভাল অব্যাহত থাকায়, নানা মানুষ নানা ধরণের কটু মন্তব্য করেন। টলিপাড়ার যারা সেই অনুষ্ঠানে হিজার ছিলেন, তাঁদের কটাক্ষ করে এমনও বলা হয়েছিল যে বাংলা সিনেমার পাশে দাঁড়ানোর আগে এবার ভাববে সাধারণ মানুষ। কারণ, একই রাজ্যের একাংশে ভেসে গিয়েছে একাধিক প্রাণ, সেখানে অন্যপ্রান্তে এহেন উৎসবের আয়োজন...
অন্যদিকে দেব, তিনি গতকাল উত্তরবঙ্গের হয়ে প্রার্থনা করেন। যাতে প্রকৃতির তান্ডব শান্ত হয়, সেইকারণেই বক্তব্য রাখতে দেখা যায় তাঁকে। তিনি শুধু একা নন। রুক্মিণী পর্যন্ত এই কারণেই নিজের নতুন ছবি হাঁটি হাঁটি পা পা ছবির টিজার লঞ্চ পিছিয়ে দেন। এছাড়া অনেক তারকাই উত্তর বঙ্গের শান্তি কামনা করলেও তাঁদের জুটেছে কটাক্ষ। বিশেষ করে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তিনি উত্তরবঙ্গ নিয়ে কিছু কথা বলতেই তাঁর ওপর বেজায় চটেছেন বাংলার মানুষ। বেশিরভাগ এমন-ই মন্তব্য করেছেন যে তিনি ছিলেন কার্নিভালে, চলে গেলেন পাহাড়ে?
এদিকে, আজ দেব বেশ কিছু ছবি শেয়ার করেছেন নিজের সমাজ মাধ্যমে। শেষ কিছুদিন খেয়াল করলে দেখা যাবে, প্রকাশ্যেই সাহায্যের হাত বাড়াচ্ছেন বাংলা ছবির অন্যতম সুপারস্টার। শুধু তাই নয়, দিন কয়েক আগে এক অজ্ঞাতনামা অসহায় ব্যক্তির পাশে দাঁড়ানোর কথা বলেন। তাঁর দলের তোফ থেকে সাহায্য করা হবে, এমনটাও জানান তিনি। আর উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতিতে সাহায্য করবেন না, এও নিশ্চয়ই হয় না। তাই তো দেবের দলবল পৌঁছে গেল মানুষের পাশে দাঁড়াতে। সঙ্গে বেশ কিছু অনুদান। রয়েছে খাবার দাবার। সেই জিনিস তাঁরা তুলে দিলেন বন্যায় দুর্গতদের হাতে। দেব সেই পোস্টে লিখছেন...
"উত্তরবঙ্গের এই কঠিন সময়ে আমি পাশে আছি, প্রার্থনা করি সবাই সুস্থ থাকুক ও এই কঠিন সময় খুব তাড়াতাড়ি কেটে যাক। বাংলা চলচ্চিত্র জগতের অনেকেই বলেছেন যে তারা উত্তরবঙ্গের বিপর্যস্ত মানুষের পাশে থাকবেন।" এদিকে, কেউ দেবকে বলছেন শুকনো খাবার দিন আবার কেউ বলছেন, এটাই তো দরকার ছিল। যদিও, আর কে কে এবার উত্তরের পাশে দাঁড়ান, সেটাই দেখার।