Dev Visits Arun Roy: আশঙ্কাজনক 'বাঘা যতীনে'র পরিচালক, হাসপাতালে গেলেন দেব

Dev - Arun Roy: দেবের ছবির সময় মারণ রোগও তাঁকে কাবু করতে পারেনি। বরং, পুরো উদ্যমে তিনি কাজ করেছেন। এবং, কোনোদিন ক্যান্সার সংক্রান্ত কোনো প্রশ্নের উত্তর দিতে তিনি একদম পছন্দ করেন না।

Dev - Arun Roy: দেবের ছবির সময় মারণ রোগও তাঁকে কাবু করতে পারেনি। বরং, পুরো উদ্যমে তিনি কাজ করেছেন। এবং, কোনোদিন ক্যান্সার সংক্রান্ত কোনো প্রশ্নের উত্তর দিতে তিনি একদম পছন্দ করেন না।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
dev visits arun roy

অরুণ রায়কে দেখতে গেলেন দেব Photograph: (ফাইল চিত্র )

পরিচালক অরুণ রায় বেশ কিছুদিন ধরেই অসুস্থ। অবস্থা বেশ সংকটজনক। দীর্ঘদিন ধরে তিনি ক্যানসারে ভুগছেন। কিন্তু, মানসিকভাবে দারুণ পজেটিভ তিনি। তবে, শেষ কিছুদিন তাঁর শরীর খুবই খারাপ। আরজি করে চিকিৎসা চলছে তাঁর।

Advertisment

এমনকি, তাঁর অসুস্থতার খবর ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার কাছে নিশ্চিত করেছিলেন চিকিৎসক এবং অভিনেতা কিঞ্জল নন্দ। আরজি করে ভর্তি রয়েছেন পরিচালক অরুণ রায়। অবস্থা বেশ আশঙ্কাজনক। মেডিসিন ওয়ার্ডের HDU-তে তাঁর চিকিৎসা চলছে। একথা অজানা নয়, যে তিনি দেবের বাঘা যতীন ছবির পরিচালক। আর যখন সেই ছবির শুটিং করছেন, তখনও অসুস্থ ছিলেন অরুণ রায়।

কিন্তু, দেবের ছবির সময় মারণ রোগও তাঁকে কাবু করতে পারেনি। বরং, পুরো উদ্যমে তিনি কাজ করেছেন। এবং, কোনোদিন ক্যান্সার সংক্রান্ত কোনো প্রশ্নের উত্তর দিতে তিনি একদম পছন্দ করেন না। বাঘা যতীন নিয়ে কথা বলতে গিয়ে, দেব জানিয়েছিলেন, এমন পরিচালক খুব কম হয়। আর আজ অরুণ বাবুকে দেখতে আরজি কর পৌঁছলেন দেব খোদ।

Advertisment

পরিচালকের অসুস্থতার খবর পেয়ে সেখানে হাজির হলেন তিনি। আজ যখন ব্যস্ততা তুঙ্গে, ছবির সাফল্যে তিনি বারবার হল ভিজিট করছেন, ঠিক তখন কাছের মানুষদের কথা না ভুলে যে দেব আরজি করে যাবেন, একথা আন্দাজ করা গেছিল আগেই। অভিনেতা মাথায় টুপি, মুখে মাস্ক পরে হাসপাতালে গেলেন। তাঁর আগে অবশ্যই তিনি স্টার থিয়েটারে গিয়েছিলেন হল ভিজিট করতে।

উল্লেখ্য, দেব তাঁর জীবনের অন্যতম চ্যালেঞ্জ নিয়েছিলেন বাঘা যতীন ছবিতে। যতীন মুখোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করা নেহাত সহজ না। আর সেই কারণেই তাঁকে অনেকে ভুয়সী প্রশংসা করেছিলেন। বর্তমানে তিনি ব্যস্ত খাদান নিয়ে।

tollywood Dev tollywood news Tollywood superstar Dev