Advertisment
Presenting Partner
Desktop GIF

বছরের পয়লা দিনেই চমক দেবের! প্রকাশ্যে ‘গোলন্দাজ’-এর টিজার

কিংবদন্তি ফুটবলার নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর ভূমিকায় কেমন লাগছে দেবকে? দেখুন টিজার।

author-image
IE Bangla Web Desk
New Update
dev

১৮৭৯ কলকাতা। মাত্র ১০ বছর বয়সে ময়দানে গোরা সৈন্যদের ফুটবল খেলা দেখে আকৃষ্ট হয়েছিলেন এক বাঙালি। সেই অজেয় মহানায়ক নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর (Nagendra Prasad Sarbadhikari) সংগ্রামের গল্পই পর্দায় ফুটিয়ে তুলিয়েছেন পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায় (Dhrubo Banerjee)। বাংলা নতুন বছরের পয়লা দিনেই প্রকাশ্যে এল সেই সিনেমার প্রথম ঝলক। ছবি ঘোষণার পর থেকেই দর্শকদের মধ্যে কৌতূহল ছিল, নগেন্দ্রপ্রসাদের ভূমিকায় কেমন লাগবে দেবকে (Dev)? এবার টিজার মুক্তির পর সেই উন্মাদনার পারদ আরও চড়ল। কারণ, পিরিওডিক সিনেমায় প্রথমবার দেবের অভিনয়। আর তিনি যে দর্শকদের নিরাশ করবেন না, টিজারেই মিলল তাঁর ঝলক।

Advertisment

এ এক অদম্য জেদের কাহিনি। দেশে তখন ব্রিটিশ রাজ। গোরা সৈন্যদের অত্যাচারে অতিষ্ট এদেশের মানুষেরা। আর সেই সময়েই কিনা ব্রিটিশদের অবসরযাপনের খেলা খেলার চ্যালেঞ্জ নিয়েছিলেন নগেন্দ্রপ্রসাদ! সাহেব-সুবোদের পায়ে বুট! শক্ত বলে পায়ে আঘাত লাগার ভয়। কিন্তু সেসব কোনও কিছুই গ্রাহ্য করেননি তিনি। খালি পায়ে ব্যান্ডেজ বেঁধেই টিমের একাদশ সৈন্যকে নিয়ে ময়দানে নেমেছিলেন নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী। আর শুধু মাঠে নেমেই ক্ষান্ত থাকেননি। ব্রিটিশদের সবকও শিখিয়েছিলেন। ইতিহাসের সেই মহার্ঘ্য কাহিনি অনেকেরই অজানা! সিনেমায় পর্দায় সেই অচেনা অমর মানুষটির গল্পই তুলে ধরেছেন ধ্রুব। সঙ্গতে দেব। টিজারে
যাঁর মুখে শোনা গেল এক জেদী সংলাপ- "এটা আমার মাটি, এটা আমার দেশ, তোমার খেলায় তোমাকেই হারাব।"

প্রসঙ্গত, নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর ভূমিকায় অভিনয় করার জন্য কসরতও করতে হয়েছে দেবকে। বাধ্য ছাত্রের মতোই হোমওয়ার্ক করেছেন। অভিজ্ঞ ফুটবলারদের কাছ থেকে ময়দানের কৌশলী রপ্ত করেছেন। গায়ের রঙে সাদৃশ্য আনার জন্য ‘ট্যানড’ হয়েছেন। চরিত্রের প্রয়োজনে কুস্তিও শিখেছেন দেব। আর হ্যাঁ, খালি পায়েও ফুটবল খেলা প্র্যাকটিস করেছেন। যার জেরে পায়ে চোটও পেয়েছিলেন। এককথায় হোমওয়ার্কে কোনওরকম ফাঁক রাখেননি দেব।

চলতি বছরেরই স্বাধীনতা দিবসেই সেই কসরতের ফল প্রকাশ পাবে। কারণ, সেই সময়েই নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর ভূমিকায় জার্সি গায়ে ধরা দেবেন দেব। আজ্ঞে, আগস্টেই মুক্তি পাচ্ছে ‘গোলন্দাজ’ (Golondaaj)।

একেবারে তারকাখচিত সিনেমা। দেবের ‘গোলন্দাজ’ বাহিনিতে রয়েছেন অনির্বাণ ভট্টাচার্য, ইশা সাহা, ইন্দ্রাশীস রায়, গায়ক শ্রীকান্ত আচার্য, পদ্মনাভ দাশগুপ্ত-সহ আরও অনেকে।

tollywood Dev Golondaaj Dhrubo Banerjee
Advertisment