Dev: ত্রিপলের নীচে বসে আয়েস করে খাচ্ছেন দেব, প্রচণ্ড গরমে তাঁর সঙ্গী হলেন কারা?

Dev as raghu Dakat: দেব, গতকাল খাদান এর ১০০ দিন উপলক্ষে উদযাপন করেছেন। ইলোরা সিনেমা হলে শত শত মানুষের ভিড়ে দারুণ মুহূর্ত উপভোগ করেছেন। আর তারপরেই তিনি গরমের মধ্যে নিজের কাজ শেষ করতে পাড়ি দিয়েছেন ঝাড়খণ্ডে।

Dev as raghu Dakat: দেব, গতকাল খাদান এর ১০০ দিন উপলক্ষে উদযাপন করেছেন। ইলোরা সিনেমা হলে শত শত মানুষের ভিড়ে দারুণ মুহূর্ত উপভোগ করেছেন। আর তারপরেই তিনি গরমের মধ্যে নিজের কাজ শেষ করতে পাড়ি দিয়েছেন ঝাড়খণ্ডে।

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
dev starrer raghu dakat in jharkhand

Dev in Jharkhand: কোথায় গেলেন দেব? Photograph: (Instagram)

Dev as Raghu Dakat: এই প্রচণ্ড গরমে যখন মানুষ জেরবার তখন দেব কিন্তু নিজের কাজে ব্যাস্ত। তাঁকে থামানো একেবারেই সম্ভব না। যেমন বক্স অফিসে তিনি আগুন জ্বালিয়ে দিয়েছেন নিজের সাফল্যের মাধ্যমে, ঠিক তেমনই এই দাবদাহের মধ্যে তিনি পৌঁছে গিয়েছেন ঝাড়খণ্ডে। উপলক্ষ্য কী? 

Advertisment

দেব, গতকাল খাদান এর ১০০ দিন উপলক্ষে উদযাপন করেছেন। ইলোরা সিনেমা হলে শত শত মানুষের ভিড়ে দারুণ মুহূর্ত উপভোগ করেছেন। আর তারপরেই তিনি গরমের মধ্যে নিজের কাজ শেষ করতে পাড়ি দিয়েছেন ঝাড়খণ্ডে। অভিনেতাকে দেখা গেল দলবল নিয়ে তাবু খাঁটিয়ে মাটিতে বসে পড়েছেন। শুধু তাই নয় আয়েস করে সকলকে নিয়ে খেতে বসলেন তিনি। 

গতবছর তিনি ঠিক এই সময়েই কাজ করছিলেন খাদানের। আর এবছর, তিনি রঘু ডাকাত নিয়ে এখন ব্যাস্ত। দীর্ঘদিন এই চবি নিয়ে আলোচনা চলেছে। তবে এতদিনে দেব এই ছবি নিয়ে ভাবতে শুরু করেছেন। এবং ফুল মোডে এই ছবির কাজে তিনি ব্যাস্ত। তিনি এই ছবির প্রযোজকও বটে। তাই তো দলবলের সঙ্গে ভেদভাব রাখলেন না। তাঁর ফ্লোরে এই মুহূর্তে উপস্থিত আছেন, বাংলা ছবি তৈরির নেপথ্যে যে মাস্টারমাইন্ডরা থাকেন তাঁরা। 

দেবকে দেখা গেল সকলের সঙ্গে মাটিতে বসে ভাত খাচ্ছেন। সঙ্গে বেশ কিছু আইটেম যেমন ডাল, স্যালাদ এবং সম্ভবত মাংস ছিল সঙ্গে। মুখ তুলে খাবার খাওয়ার ফাঁকেই তাঁরা ছবি তুললেন। আর দেব? তিনি সেই ছবি শেয়ার করে লিখলেন.. "আমার 'হেড অফ দ্যা ডিপার্টমেন্ট'দের সঙ্গে। সব সেট হয়ে আছে। আগামীকাল থেকে রঘু ডাকাতের দ্বিতীয় শিডিউল শুরু হচ্ছে ঝাড়খণ্ডে। এটাই তো প্রযোজকের জীবন। আশা করি সব ভাল হবে।"

Advertisment

প্রসঙ্গে, এবছর পুজোয় রিলিজ করতে চলেছে এই ছবি। যাকে টক্কর দিতে হবে রক্তবীজ ২-কে। এবং বিবেচনা করলে দেখা যাবে, গতবছর পুজো রিলিজে বহুরুপীর কাছে হেরেছে টেক্কা। তাই, এবছর কোনদিকে সেই রেশিও যায় সেটাই দেখার।  

Dev Raghu Dakat tollywood tollywood news Tollywood superstar Dev