Dhumketu Teaser: এতবছর পর, যেন আবারও আনন্দে আত্মহারা দেবের ভক্তরা। কারণ, আজ সকাল হতেই রিলিজ করল ধূমকেতুর টিজার। টিজার জুড়ে এক অসমাপ্ত প্রেমের কাহিনী। দেব এবং শুভশ্রীর রোম্যান্স যেন মাথাচাড়া দিয়ে উঠল এই টিজারে। অপেক্ষার নয় বছর। সেই পুরোনো চেনা ছন্দে দেব। শুভশ্রীর সঙ্গে বরফে ঘেরা পাহাড়ে মাখোমাখো প্রেমে ভাসলেন তারা দুজনে।
কৌশিক গঙ্গোপাধ্যায় এর ছবি ধূমকেতু নিয়ে আলোচনা তুঙ্গে। দেব নিজে উদ্যোগ নিয়েই এই ছবি রিলিজ করতে তৎপরতা দেখিয়েছিলেন। শুধু তাই নয়, তিনি একসময় জানিয়েছিলেন, নিজের সর্বস্ব এই ছবিতে দিয়ে দিয়েছেন তিনি। আর আজ আটবছর পর, সুপারহিট জুটির সেই ছবির ঝলক প্রকাশ্যে। দেব - শুভশ্রী আবার... ছবির গল্প এক অসমাপ্ত প্রেমের কাহিনী। টিজার দেখলেই বোঝা যাচ্ছে, তখন সেই পুরোনো দেব। চেহারায় অন্যরকম ইনোসেন্স, দেব এই ছবিতে নায়ক নাকি খলনায়ক, বোঝা দায়।
Actor Tragic Accident: শরীরে অগুন্তি সেলাই, মেরুদণ্ডে ফ্র্যাকচার! ভয়ঙ্ক…
টিজার দেখলে এটুকু বলতে হয়, যারা দেব এবং শুভশ্রীর অনস্ক্রিন রোম্যান্স দেখতে ভালবাসেন, তাঁরা ভীষণ আনন্দ পাবেন। একে অপরের কাঁধে মাথা রেখে, পাহাড়ে মন ভাসিয়েছিলেন দুজনে। বেশ কিছু দৃশ্য আলোচনায়। এক তো দেবের বৃদ্ধ বয়সের লুক সঙ্গে, নায়িকার সঙ্গে তাঁর ঘনিষ্ঠ রোমান্টিক দৃশ্য - দর্শকরা বলছেন সত্যিই অসমাপ্ত প্রেমের কাহিনী। তাঁদের দুজনের ব্যক্তিগত সম্পর্কের কথা অনেকেই জানেন। শুধু তাই নয়, এতগুলো বছর পর তাঁদের ক্রেজ দেখে ভক্তরা উন্মাদ হয়ে গিয়েছেন।
প্রসঙ্গে, দেব এবং শুভশ্রী দুজনেই এই ছবি প্রডখে জানিয়েছিলেন কিছুদিন আগে। এই ছবিতে, দেবের বৃদ্ধ লুক দারুণ নজর কেড়েছে। এবং, খেয়াল করলে দেখা যাবে সেই লুক নিয়েই তখনও চর্চা হয়েছিল। ছবি যে টিজারেই হিট, সেকথা বলতেই হয়। এবং ধূমকেতু ব্লকবাস্টার হতে চলেছেন এমনটাও দাবি করেছেন দর্শকরা। ছবি রিলিজ করতে চলেছে ১৪ তারিখ। অন্যদিকে, শুভশ্রী এখন মরিশাসে। তিনি গৃহপ্রবেশের সাফল্যে উদ্বেলিত। আর দেব? সুপারস্টার নায়কের এখন বিতর্ক পিছু ছাড়ছে না। এতবছর পর ছবি রিলিজ করছেন, কিন্তু এতবছরেও ঘাটালের উন্নতি করতে পারলেন না? সেই নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। ঘাটাল মাস্টার প্ল্যান আজও অধরা। তাই, দেব এখন রোষানলে।
তবে, এই ছবির টিজার বাংলার মানুষকে আনন্দ দেবে। এবং পুজোয় আসছে রঘু ডাকাত। সেই ছবিও বহুদিনের। তবে, বর্তমানে সেই ছবি নিয়ে উত্তেজনা তুঙ্গে।