Advertisment

খুব শিগগিরিই প্রেক্ষাগৃহে আসছে দেব-শুভশ্রীর 'ধূমকেতু', প্রযোজকের টুইটে জল্পনা তুঙ্গে

২০১৬ সালে দেব-শুভশ্রী জুটি নিয়ে 'ধূমকেতু' বানিয়েছিলেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়। তবে নানা কারণে এযাবৎকাল মুক্তি পায়নি। এবার আশার আলো দেখছেন সিনেপ্রেমীরা।

author-image
IE Bangla Web Desk
New Update
dhumketu

বাক্সবন্দী 'ধূমকেতু' কি এবার আসতে চলেছে প্রেক্ষাগৃহে? প্রযোজক রানা সরকারের চুইটে জোর শোরগোল টলিপাড়ায়। বছর খানেক আগে পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় দেব ((Dev) ও শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly) কে নিয়ে তৈরি করেছিলেন 'ধূমকেতু'। তবে পোস্ট প্রোডাকশনের কাজ শেষ হয়ে গেলেও এযাবৎকাল মুক্তির নামগন্ধ ছিল না। এদিকে অনেকদিন ধরেই সিনেদর্শকরা কৌশিকের (Kaushik Ganguly) পরিচালনায় দেব-শুভশ্রী জুটির কাজ দেখার অপেক্ষায় রয়েছেন। তবে এবার বোধহয় সেই অপেক্ষার অবসনা হতে চলেছে।

Advertisment

অতঃপর প্রযোজক রানা সরকারের টুইটে আশার আলো দেখছেন সিনেপ্রেমীরা। এপ্রসঙ্গে রানা জানিয়েছেন, "দেব এবং এসভিএফ-এর কর্ণধার মহেন্দ্র সোনির খুবই আন্তরিক একটা কথোপকথন হয়েছে আমার। প্রাথমিক আলোচনা ইতিবাচক দিকেই এগিয়েছে। খুব শিগগিরিই একটা ভাল খবর আসতে চলেছে। জয় জগন্নাথ।" একটি স্মাইলি ইমোজি দিয়ে রানা সরকারের এই টুইট শেয়ার করেছেন অভিনেতা দেব নিজেও। আর দেবের টুইট দেখেই নিশ্চিন্ত অনুরাগীরা।

প্রসঙ্গত, 'ধূমকেতু'তে এক অশীতিপর বৃদ্ধের ভূমিকায় অভিনয় করেছেন দেব। যেখানে কিনা প্রস্থেটিক মেক-আপে বয়স্ক লুকে দেখা যাবে অভিনেতাকে। এর আগে তাঁর সেই লুক সামনে আসতেই ছবি নিয়ে সিনেমাপ্রেমীদের মধ্যে বিশেষ আগ্রহ তৈরি হয়।

বছর চারেক আগের কথা। ২০১৬ সালে দেব-শুভশ্রী জুটি নিয়ে 'ধূমকেতু' বানিয়েছিলেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়। দেব-শুভশ্রীর এই কামব্যাক ছবি নিয়ে দর্শকদের আগ্রহও তুঙ্গে। তবে তৈরির পর থেকেই এই ছবি বাক্সবন্দি হয়ে পড়ে রয়েছে। এর আগে বহুবার মুক্তির কথা শোনা গেলেও শেষপর্যন্ত তা ফলপ্রসূ হয়নি!

Dev Subhashree Ganguly Kaushik Ganguly
Advertisment