কলকাতা শহরে কোভিড রোগীদের বাড়িতে বিনামূল্যে খাদ্য সরবরাহ করার উদ্যোগ নেওয়ার পর এবার নিজস্ব সংসদীয় কেন্দ্র ঘাটালেও (Ghatal) করোনায় আক্রান্ত পরিবারগুলির অন্নসংস্থানেরও দায়িত্ব নিলেন তৃণমূলের তারকা সাংসদ দেব।
Advertisment
অতিমারী (Pandemic) পরিস্থিতি নিয়ে গোড়া থেকেই উদ্বিগ্ন দেব (Dev)। গতবছর লকডাউনে পরিযায়ী শ্রমিক তথা বাইরের দেশে আটকে থাকা পড়ুয়াদের ঘরে ফিরিয়েছিলেন। ভোট প্রচারের ময়দানেও তাঁকে বারবার কোভিড সুরক্ষা বিধি মেনে চলার কথা বলতে শোনা গিয়েছিল। দিন দুয়েক আগেই তৃণমূলের (TMC) সাংসদ-অভিনেতা আরও এক অভিনব উদ্যোগ নিয়েছেন করোনা আবহে মানুষের পাশে দাঁড়ানোর জন্য। খুলে ফেলেছেন কোভিড কমিউনিটি কিচেন। যেখানে করোনা (Covid-19) রোগীরা অর্ডার করলেই বিনামূল্যে তাঁদের বাড়িতে খাবার পৌঁছে যাবে। এবার ঘাটালের কোভিড আক্রান্ত পরিবারগুলির পাশে দাঁড়াতে তৎপর সাংসদ দীপক অধিকারী ওরফে দেব।
রবিবারই দেবের তরফে এই অভিনব উদ্যোগের কথা ঘোষণা করা হয়। তিনি জানিয়েছেন, "ঘাটাল অন্তর্গত এলাকায় যাঁরা করোনায় আক্রান্ত তাঁদের নির্দিষ্ট বাসস্থানে খাদ্য। সরবরাহ করা হবে। যাঁরা খাবার নিতে চান, তাঁরা অতি সত্ত্বর যোগাযোগ করুন।" সেইসঙ্গে যোগাযোগ নম্বরও দিয়ে দিয়েছেন তিনি। সেই ফোন নম্বরে যোগাযোগ করে কোভিড পজিটিভ রিপোর্ট দেখালেই মিলবে বিনামূল্যে খাবার।
দেবের এমন মানবিক উদ্যোগে প্রশংসায় পঞ্চমুখ অনুরাগীরাও। কেউ তাঁকে 'মানবরূপী ঈশ্বরের' আখ্যা দিচ্ছেন তো কেউ বা আবার বলছেন 'বাংলার সোনু সুদ'।