/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/02/dev1.jpg)
Dev- ১৮ বছরে কী শিখলেন তিনি? ছবি-instagram
Dev 18th year: তিনি দেব, তাঁকে অভিনয় নিয়ে নানা কথা শুনতে হয়েছে। বিশেষ করে, তাঁর বাংলা উচ্চারণ, তাঁর অভিনয়ের ধরণ এবং সর্বোপরি তার রাজনৈতিক কেরিয়ার। অভিনেতা যবে থেকে রঙের সঙ্গে জুড়েছেন তবে থেকেই যেন বিতর্ক আরও বেশি।
কিছুদিন আগেই, তিনি ইন্ডাস্ট্রিতে ১৮ বছর সম্পূর্ন করেছেন। ফলেই তিনি এখন এখানে প্রাপ্ত বয়স্ক। অভিনেতা, অনেক যুদ্ধ করেছেন। প্রথম দিন যেমন হল থেকে সিনেমার পোস্টার নামতে দেখেছেন তেমনই ১০০ দিন হিট দেখেছেন। দেবের এই লম্বা জার্নিতে কেউ শুরু থেকে তাঁর পাশে ছিলেন। আবার কেউ তাঁর রাজনীতির সঙ্গে জুড়ে যাওয়ায় সঙ্গ ছেড়ে দিয়েছেন। তবে...
তিনি হাল ছাড়েননি। আজ, তিনি শুধু অভিনেতা দেব না বরং তিনি প্রযোজক দেবও বটে। তাঁর যথেষ্ট নামগান রয়েছে প্রযোজক হিসেবে। ১৮ বছর পর, কী বদল দেখলেন, প্রতিক্রিয়া ঠিক কী? অভিনেতা এক সাক্ষাৎকারে বললেন...
"মানুষের মধ্যে এখন খুব প্রত্যাখ্যানের বিষয়টা গ্রো করেছে। সুতরাং সেই জায়গায় আমায় যখন ১৮ বছর ধরে তারা টিকিয়ে রেখেছেন সেটা একটা বিরাট ব্যাপার। তাদের ভালবাসা পাচ্ছি। আমি জানি, আমি রাজনৈতিক জীবনে জোড়ার পর অনেকে অনেক কথা বলেছে। কিন্তু, আমি বিশ্বাস করি, নিজের কাজের প্রতি সৎ থাকা গেলে একদিন ফল আসবেই।"
আরও পড়ুন - Barkha Bist: বহুদিন পর এলেন কলকাতায়, দেবের স্ত্রীর ভূমিকা পেয়েই ছুটলেন রাজ-শুভশ্রীর বাড়িতে!
নিজের সঙ্গে প্রতিদিনের লড়াই চালিয়েছেন দেব। একটা সময়, যখন এসেছিলেন তখন না জানতেন বাংলা পড়তে, না ঠিক করে বলতে পারতেন। প্রথম ছবি হিট হয় নি। দ্বিতীয় ছবি হিট হওয়ার পর থেকেই যেন অভিনেতা বাংলা ভাষাটাকে রপ্ত করতে শুরু করলেন। তাঁর কথায়, "প্রতিটা ছবির সঙ্গে নিজেকে একটু একটু করে গ্রুম করাটাই একটা চ্যালেঞ্জ ছিল। নিজেকে পারফেকশনিস্ট করে তোলার যে ইচ্ছে ছিল সেটাই ছিল লড়াই।"
প্রসঙ্গত, দেব সামনের দিনে তিনটে ছবির ঘোষণা করেছেন। তাঁর মধ্যে টেক্কার শুটিং শেষ। সৃজিতের সঙ্গে এই ছবি। আজকে থেকে শুরু হয়েছে খাদানের শুটিং। যীশুর সঙ্গে একটি পূর্নদৈর্ঘ্যের ছবি করছেন এই প্রথম। আবার, কানাঘুষো খবর দেব ডিসেম্বরে ফের একবার অভিজিৎ সেনের সঙ্গে কাজ করছেন তিনি।