করোনায় আক্রান্ত হয়ে ঘরবন্দি! সহ-অভিনেতার কাছে বিরিয়ানি-মাটন চাপ খেতে চাইলেন দেব

আইসোলেশনে থেকে কার কাছে এই আবদার দেবের?

আইসোলেশনে থেকে কার কাছে এই আবদার দেবের?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
TMC MP Dev, Dev, Dev tested covid negative, করোনামুক্ত দেব, তারকা সাংসদ দেব, bengali news today

দেব

বুধবার রাতেই করোনায় আক্রান্ত হওয়ার খবর দিয়েছেন দেব। তখন থেকেই উদ্বিগ্ন সাংসদ-অভিনেতার বন্ধু, সহকর্মীরা। সকলেই অহরহ খোঁজ নিয়ে চলেছেন। সেরকমই ইন্ডাস্ট্রির এক অভিনেতা দেবকে (Dev) মেসেজ পাঠিয়ে আশ্বাস দিয়েছিলেন, "যদি কিছু দরকার হয়, তাহলে প্লিজ আমাকে জানিও..।" কম যান না অভিনেতাও। রসিকতা করেই সেই ব্যক্তির কাছে আবদার রেখে বসলেন। সপাটে জানিয়ে দিলেন, "হ্যাঁ চাই তো, খুব বিরিয়ানি, মাটন চাপ খেতে ইচ্ছে করছে। প্লিজ ২ প্লেট পাঠিয়ে দিও…।"

Advertisment

হোয়াটসঅ্যাপ চ্যাটের সেই স্ক্রিনশট নিজেই শেয়ার করেছেন দেব। সেখানে স্পষ্ট রসিক কথোপকথন। অভিনেতার জনৈক সহকর্মী তাঁকে মেসেজ করেছেন, "এইমাত্র তোমার করোনায় আক্রান্ত হওয়ার খবর জানতে পারলাম। মনকে শক্ত রেখো। আর যদি কিছু প্রয়োজন হয়, আমাকে জানাতে দ্বিধাবোধ কোরো না। দ্রুত সুস্থ হয়ে ওঠো…।" তৎক্ষণাৎ সেই মেজের উত্তর দিয়েছেন দেব। লিখেছেন, " হ্যাঁ, বিরিয়ানি খেতে ইচ্ছে করছে। সঙ্গে মাটন চাপ। আর শেষপাতে ফিরনি হলে ভাল হয়। প্লিজ ২ প্লেট পাঠিও।"

টুইটারে সেই চ্যাটের স্ক্রিনশট শেয়ার করে দেব আবার প্রশ্নও ছুঁড়ে দিয়েছেন, "ভাবছি, আমি কি একটু বেশিই চেয়ে ফেললাম নাকি?" অভিনেতার এমন রসিক মন্তব্য দেখে নেটজনতাও হেসে গড়িয়েছেন। কিন্তু কার কাছে এমন আবদার রাখলেন দেব? সেটা অবশ্য খোলসা করেননি তিনি।

Advertisment

<আরও পড়ুন: ও লাভলি! মদন এবার অভিনয় করছেন সিনেমায়>

তবে সেই চ্যাটে নজর কাড়ল একটি মন্তব্য। "২ প্লেট পাঠিও"- সেই সূত্রেই নেটিজেনরা কৌতূহলী, তাহলে কি কোভিডে আক্রান্ত হয়ে দেব-রুক্মিণী একসঙ্গেই নিভৃতাবাস কাটাচ্ছেন? সেই উত্তর অধরা হলেও প্রত্যেকেই তারকা-সাংসদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।

প্রসঙ্গত, বুধবার সকালেই দেব অধিকারীর করোনায় আক্রান্ত হওয়ার খবর চাউর হয় সোশ্যাল মিডিয়ায়। দেব (Dev) শুধু একা নন, বান্ধবী রুক্মিনী মৈত্রর (Rukmini Maitra) শরীরেও নাকি থাবা বসিয়েছে করোনা (Covid-19)। টলিপাড়ার অন্দরে যখন জোর শোরগোল, হইচই রাজনৈতিক মহলেও, ঠিক তখনই মুখ খুলেছিলেন ঘাটালের তারকা সাংসদ দেব। জানিয়েছিলেন, তিনি সদ্য কোভিড টেস্ট করিয়েছেন। রিপোর্ট হাতে পাবেন রাতে। সময়মতো রিপোর্ট এল। বুধবার রাত পৌনে ৯টা নাগাদ সেই জল্পনাতেই সিলমোহর পড়ল। দেব জানালেন তিনিও কোভিডে আক্রান্ত। রুক্মিনী মৈত্রর শরীরেও থাবা বসিয়েছে করোনা।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন