Advertisment
Presenting Partner
Desktop GIF

পরিবর্তন আনুন, বদল চাই…', নিজের ছবির স্বার্থেই রেগে আগুন দেব!

হঠাৎ কেন রেগে গেলেন দেব?

author-image
Anurupa Chakraborty
New Update
bagha jatin, dev, bagha jatin film review, film review, trending news, dev ventures, trending news today, trending news update, viral story, tollywood news, entertainment news, latest entertainment news, বিনোদন, আজকের বিনোদনের খবর, ie entertainment news, entertainment update, Indian express entertainment news, আজকের বাংলা খবর, bangla news today, today bengali news

বাঘা-যতীন দেব! গ্রাফিক্স- অংশুমান মাইতি

এবছর পুজোয় বাংলা ছবির জয়জয়কার। চারজন বাংলার শের পরিচালক নিজেদের পুজোর ছবি নিয়ে হাজির হয়েছিলেন। বাঘা যতীন, দশম অবতার, মিতিন মাসি এবং রক্তবীজ.. পুজোয় বাঙালি হলমুখী হয়েছেন এবার। একসঙ্গে দু তিনটে ছবি দেখে ফেলেছেন। তবে, দেব রেগে একসার।

Advertisment

গতবছর স্বাধীনতা দিবসে তিনি ঘোষণা করেছিলেন বাঘা যতীনের। যতীন মুখোপাধ্যায় না হয় লড়ে না হয় মরে, ভারতমাতার এক বীর সন্তানদের গাঁথা শুনিয়েছেন দেব। বেশ ভালবেসেছেন সকলে। শুধু তাই নয়, তাঁর অভিনয় প্রশংসার যোগ্য। কিন্তু দেব, রেগে গিয়েছেন বেশ কিছু মানুষের জন্য। অর্থাৎ? বাঘা যতীন নিয়ে মানুষজন ভুলভাল বলছেন, খারাপ রেটিং দিচ্ছেন? প্রকাশ্যে গর্জে উঠলেন অভিনেতা।

কী লিখলেন তিনি?

দেব বলছেন, অনেক মানুষই এমন আছেন নিজেদের ব্যাক্তিগত খার এবং দ্বন্দ্বের জন্য বাঘা যতীনকে কম রেটিং দিচ্ছেন। মিথ্যে রিভিউ দিচ্ছেন। আপনাদের কি মনে হয় না অন্তত একজন সোজা খেলার সময় এসেছে? বাংলা ছবির পাশে দাঁড়ানোর সময় এসেছে? নিজেকে বদলালে একটা বিরাট পরিবর্তন আসবে। কারণ, তোমরা যদি পড়ে যাও আমিও ফেইল করব। আর তোমরা যদি জিতে যাও তবে আমি উঠব।

দেব, বরাবরই বাংলা সিনেমাকে নতুন কিছু উপহার দিয়েছেন। তার মধ্যে বাংলা সিনেমাকে এগিয়ে নিয়ে যাওয়ার যে প্রচেষ্টা সেটি নজর এড়ায়নি খোদ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এর। আগামী দিনে তিনি ইন্ডাস্ট্রিকে অনেকটাই এগিয়ে নিয়ে যাবেন বলেই মনে করেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

tollywood Dev Entertainment News Today entertainment Entertainment News
Advertisment