Advertisment
Presenting Partner
Desktop GIF

গ্রামের বাড়িতে ভয়ঙ্কর বিপদ দেবের, সাড়া না পেয়েই শ্মশানে ফেলে আসা হয় অভিনেতাকে!

দেব যা বিপদে পড়েছিলেন...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Ed summoned ghatal tmc mp dev

Dev: তৃণমূল সাংসদ দেব।

একের পর এক, হিট ছবি তার তালিকায়। তিনি বাংলা ছবিকে ব্যবসা দিচ্ছেন বলেই চারপাশে আওয়াজ। তিনি বাংলা ইন্ডাস্ট্রির সুপারস্টার দেব। কিন্তু, একটা সময় তাঁকে মৃত ভেবেই শশ্মানে ফেলে দিয়ে আসা হয়েছিল! ঘটনা শুনলে অবাক হয়ে হয়।

Advertisment

অল্প বয়সেই দেব মারা গিয়েছেন... এমনটাই মনে করেছিলেন বেশিরভাগ। চূড়ান্ত দুষ্টু দেব। ভয়ঙ্কর দস্যিপনা করে বেড়ান তিনি। সেই মাত্রা দিন দিন বাড়ছিল। একটা সময় মা বাবা এতই বিরক্ত হয়ে পড়েন যে, তাঁকে গ্রামে মামাবাড়িতে রেখে এসেছিলেন। আর সেখানেই ঘটে যায় দুর্ঘটনা। কী এমন ঘটেছিল সেখানে। ছোটবেলার স্মৃতি মনে করতেই যেন শিউরে উঠলেন অভিনেতা। দেব বললেন...

আমি কেন জানি না, আমার বাবা মায়ের মনে হত যে আমি খুব দুষ্টু। প্রচণ্ড নাকি বদমাইশি করতাম। মা মামার বাড়ি পাঠিয়ে দিলেন। আমি সেখানে গ্রামের গাজনে গিয়ে যা করেছিলাম...সেটার জন্য আবার ফিরিয়ে দিল আমায়। আমার তখন বছর পাঁচ ছয় বয়স। গাজন চলছে। তো দেখতে দেখতে আমি সেখানে শুয়ে পড়েছিলাম। তারপর, কী যে হয়েছিল কে জানে। আমার মামা দিদার কাছে শুনেছিলাম, আমি যে ঘুমিয়ে পড়েছিলাম। অনেকে ভেবেছিলেন যে আমি মরে গিয়েছি। আমায় তুলে শ্মশানে দিয়ে এসেছিলেন। পরের দিন সন্ধেবেলা আমি চোখ খুলে সবটা দেখতে পেলাম।

মহাদেবের পরব বলে কথা...দেবের কথায়, কেউ একটা কিছু খাইয়ে দিয়েছিল হয়তো। তারপরই সেখানে ঘুমিয়ে পড়েন তিনি। বাড়ির লোক খুঁজে খুঁজে তোলপাড়, কিন্তু দেব নেই। কোথায় কেউ জানে না। অবশেষে যখন তাঁকে খুঁজে পাওয়া গেল। দিদা মানত করেন, যেদিন সে বড় হবে তাঁকে আরেকবার ভোক্তা জপ পালন করাবেন। দেব বলেন, আমি যখন মাধ্যমিক দিলাম, তখন আমি গ্রামে ফিরে গিয়ে সাতদিন  সন্ন্যাসী সেজে সমস্ত নিয়ম পালন করেছিলাম।

প্রসঙ্গত, দেব মানেই ধামাকা কিছু। নিজেকে নতুন করে গড়ে নিচ্ছেন তিনি। কখনও সম্পর্কের গল্প বলছেন আবার কখনও,  স্বাধীনতা সংগ্রামের অনন্য সন্তানদের জীবন গাঁথা শোনাচ্ছেন তিনি। সামনেই রিলিজ। ডিসেম্বরে প্রধান ছবি নিয়ে আসতে চলেছেন তিনি।

tollywood Entertainment News
Advertisment