Advertisment

Dev vs Hiran: হিরণের দৌড়ঝাঁপ-ই সার! ধরাছোঁয়ার বাইরে দেব.. 

Dev in a massive margin-Ghatal: দেবেই আস্থা ঘাটালের মানুষদের, ঘাটালে ঘেঁষতে পারলেন না হিরণ...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
election news, today bangla news, latest bangla news, bengali news, election bengali news dev, ghatal loksabha, hiran chatterjee, saayoni ghosh, locket vs rachana, dev vs hiran Lok Sabha Election 2024 Live Updates, Rachana Banerjee, Yusuf Pathan, Trinamool celeb candidates, Lok Sabha elections, Tollywood Celebrity General Elections Result, celebrity MPs, West Bengal stars, Lok Sabha Election 2024, India General Election, Lok Sabha Elections 2024 Result, 2024 lok sabha result, Lok Sabha Election 2024 Live Updates, India General Elections Result 2024 Live Updates

দেব বনাম হিরণ- কত ভোটে এগিয়ে দেব?

দেব এবং হিরণ, দুজনেই শুরুর দিক থেকে নানাভাবে লড়েছেন। এমনও দেব জানিয়েছিলেন, তৃণমূল না বরং হিরণের একটাই লক্ষ্য, দেবকে ছোট করা। তাঁর ইমেজ নিয়ে খেলা। কিন্তু লাভের লাভ আদৌ হল? 

Advertisment

নির্বাচনের সময় থেকেই হিরণ দেবের বিরুদ্ধে নানা অভিযোগ এনেছেন। কখনও তাঁর প্রোডাকশন হাউস নিয়ে আবার কখনও দেবের টাকা পয়সা নিয়ে। ঘাটালে কী উন্নতি করেছেন দেব, সেই নিয়েও বারবার প্রশ্ন তুলেছেন। কিন্তু, পরীক্ষার ফল শেষে দেখা গেল দেব নিজেই কিন্তু এগিয়ে। যে ঘাটালের মানুষদের কথা চিন্তা করে হিরণ লড়তে চেয়েছিলেন দিনশেষে তারাই...

প্রায় অনেকটা বেশি ভোটেই এগিয়ে রয়েছেন দেব। লিড দিচ্ছেন প্রায় ৭৮ হাজারের। ভূমিপুত্রকেই ভালবেসে তাঁরা ফের একবার জয়ী করলেন। ঘাটালের উন্নয়নে দেব কী করেছেন আর কি না, সেই নিয়ে অনেক প্রশ্ন থাকলেও দেবকে ভালবাসা দিতে কম করেননি ঘাটালের মানুষ। পাঁচ বছর আগে দেব সাংসদ পদ পান। 

সেই একই জায়গা থেকে ফের একবার জয়ের দিকে এগিয়ে চলেছেন দেব। শুধু নিজের জন্য হয়। দেব, গোটা বাংলা জুড়ে সকলের হয়ে ভোটের প্রচার করেছেন। এমনকি তিনি এও বলেছিলেন, যতগুলো ভোট তিনি পাবেন, ততগুলো গাছ তিনি লাগাবেন। অন্যদিকে, অনেকেই হিরণকে কটাক্ষ করতে ছাড়েনি। কেউ কেউ তো দেবের সঙ্গে তুলনা টেনে এও বলেছিলেন যে, একজন সব একসঙ্গে সামলাচ্ছেন! আর আরেকজন অভিনয় জীবনের ইতি টেনে রাজনীতিতে এসেছেন। 

তবে, বেশ কিছু জিনিষ শেখার আছে দেবের কাছ থেকে:- 

১. নির্বাচনী প্রচারে অন্যান্য প্রার্থীদের নিয়ে একটিও কুকথা বলতে তাঁকে দেখা যায় নি। 

২. বিরোধী পক্ষের স্লোগান শুনেও তিনি একটুও রাগ করলেন না। বরং তাঁকে বুকে টেনে নিলেন। 

৩. নির্বাচন শেষে কিংবা শুরুতে দেবের কাছ থেকে হিংসা - ভয়ঙ্কর রাজনীতির আভাস অবধি পাওয়া যায়নি। 

tollywood Dev Hiran Chatterjee Entertainment News
Advertisment