scorecardresearch

‘ভেতরের বাঙালিটা বলে উঠল…’, সামনে সময় খুব কঠিন! নতুন শুরুর প্রতিজ্ঞা করলেন দেব

নতুন কাজ শুরুর আগেই কী বলছেন অভিনেতা?

Dev, Dev Byomkesh, Birsa Dasgupta, Tollywood, Bengali detective film, দেব, টলিউড অভিনেতা, ব্যোমকেশ, দেবের ব্যোমকেশ, বিরসা দাশগুপ্ত, টলিউডের খবর
ব্যোমকেশ-এর ভূমিকায় দেব

ব্যোমকেশ হয়েছেন বলে কথা, এই চ্যালেঞ্জ নেহাতই ফ্যালনা নয়। একেই প্রচণ্ড গরম তাঁর সঙ্গে নানা প্রতিকূলতা, দেব গোটা টিম নিয়ে পৌঁছলেন মধ্যপ্রদেশ।

শুটিং শুরু করতে হবে তো! দেব এবং দুর্গ রহস্যের গোটা দলবল এখন মধ্যপ্রদেশে। সঙ্গে রয়েছেন পরিচালক সাহেব। তাঁর আগেই সেরে নিলেন আসল কাজ। আর সেটা কী? বাঙালি যেখানেই যাক, প্রবাদেই আছে খেতে পেলে শুতে চায়। অর্থাৎ, খাবার না হলে বাঙালির ঠিক আরাম হয় না। তাই তো শুটিংয়ের আগে পেটপুজো সেরে ফেললেন দলের সকলেই। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন দেব নিজেই।

টেবিলে খাবার দাবারে ভর্তি, আর চেটেপুটে সাফ করেছেন বাংলার অন্যতম জনপ্রিয় ব্যোমকেশ দল। দেব লিখলেন, “এই দল খায় ও একসঙ্গে এবং ঘুমায়ও একসঙ্গে। তবে, প্রচণ্ড গরমে নিজেদের কাজ শুরু করার আগে আমাদের মন বলল বাঙালির ভুরিভোজ সেরে ফেলা উচিত। সামনে কঠিন রাস্তা এখনও বাকি”। দেবের মুখে হাসি পরিষ্কার। শুধু তাই নয়, সমস্তরকম পরিস্থিতির সঙ্গে লড়াই করতে সে প্রস্তুত।

ব্যোমকেশ যখন দেব, তখন সত্যবতী রুক্মিণী ছাড়া আর কে। যদিও, এই ছবিতে অভিনেত্রীর দেখা মেলেনি। তবে, সকলেই বেজায় তৈরি। এখন, আবীর পরমব্রত এবং অনির্বাণের পর দেব আদৌ নিদারুণ ব্যোমকেশ হতে পারেন কিনা সেটাই দেখার।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Dev with byomkesh team madhyapradesh started days with lunch