scorecardresearch

Cannes-এ বাংলার জয়জয়কার! ফিল্ম ফেস্টিভালে দেবী চৌধুরানীর পোস্টার রিলিজের সুখবর দিলেন প্রসেনজিৎ

ছবির পোস্টার রিলিজ করতে চলেছে কান চলচ্চিত্র উৎসবে… উচ্ছ্বসিত বুম্বা

devi choudhurani, devi choudhurani bengali film, prosenjit chatterjee, prosenjit chatterjee film, prosenjit chatterjee news, prosenjit chatterjee update, প্রসেনজিত চট্টোপাধ্যায়, indian express entertainment news, express entertainment news
দেবী চৌধুরানীতে প্রসেনজিত

বড়পর্দায় আসতে চলেছে দেবী চৌধুরানী। শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে দেখা যাবে এই চরিত্রে। ভবানী পাঠক হিসেবে থাকছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তবে, বাংলার জন্য সুখবর দিয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নিজেই।

কান চলচ্চিত্র উৎসবে এই ছবির পোস্টার রিলিজ হবে। বাংলার এই ডাকসাইটে নারীর গল্প বলবে, দেবী চৌধুরানী। প্রসেনজিৎ একগুচ্ছ ছবি দিয়ে জানিয়েছেন এই সুখবর। বললেন, দেবী চৌধুরানীর মোশন পোস্টার আন্তর্জাতিক স্তরে রিলিজ হবে। গোটা বিশ্ব জানতে পারবে আজ বাংলার এক মহীয়সী নারীর গল্প। কান চলচ্চিত্র উৎসবে আজ এক ঐতিহাসিক মুহূর্ত সৃষ্টি হবে।

যদিও, এই ছবির পোস্টার প্রকাশ্যে আসার পর থেকে মোটেই সুখকর প্রতিক্রিয়া পাওয়া যায় নি সিনেপ্রেমীদের তরফ থেকে। কেউ কেউ বলছেন, একটি ঐতিহাসিক ছবির পোস্টার এমন হতে পারে? আবার কেউ বলেছিলেন, এটা আশা করা যায় না। যদিও, এই ছবিতে রয়েছে বেশ কিছু চমক! যেমন?

বিরাট স্টারকাস্ট তো বটেই! তার সঙ্গে সব্যসাচী চক্রবর্তী ফিরছেন অভিনয়ে। ভিকি কৌশলের বাবা শ্যাম কৌশল রয়েছেন অ্যাকশন ডিরেক্টর হিসেবে। তাঁর সঙ্গেই মিউজিক ডিরেক্টর হিসেবে থাকছেন পণ্ডিত বিক্রম ঘোষ। পরিচালক সাহেব জানিয়েছিলেন, শ্রাবন্তী অক্লান্ত পরিশ্রম করছেন এই ছবির জন্য। তাঁর যা ডেডিকেশন সেটি সহজে হয় না।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Devi choudhurani motion poster will be released at cannes said prosenjit chatterjee