/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/04/devleena.jpg)
Devleena dutta: অভিনেত্রীকে নিয়ে শোরগোল / ছবি-ইনস্টা
Devleena Dutt: কেউ জড়ালেন নকশী কাঁথা, আবার কেউ জড়ালেন ফুল! ফিল্মফেয়ারের মঞ্চে একেকজন যা পোশাক দেখালেন, তাঁর মধ্যে দেবলীনা দত্তের ড্রেস দেখে মাথায় হাত বেশিরভাগের।
আদ্যোপান্ত একটা ফুলের বাগান, ঠিক যেন সাদা একখানা গোলাপের বাগান সেজে গেলেন দেবলীনা। আর তারপরই উঠল নিন্দার ঝড়। প্রিন্সেস কাট ফুলের পোশাকে অভিনেত্রীকে দেখা গেল। সাদা পোশাক সঙ্গে মানানসই মেকাপ। কিন্তু অভিনেত্রীকে দেখে মন ভরল না কারওর।
ফুল দিয়ে সাজতে গিয়ে 'বোকা' বনে গেলেন না তো? অন্তত, সোশ্যাল মিডিয়ায় এমনি কথা শোনা যাচ্ছে। একদিকে, যখন গায়ে নকশী কাঁথা জড়ানোয় মনামী ( Monami Ghosh ) চূড়ান্ত বাহবা পেলেন সেখানেই দেবলীনা নতুনত্ব কিছু করতে গিয়ে ট্রোলের সম্মুখীন হলেন।
আরও পড়ুন - Shaan: ‘অরিজিৎ সিং শেষ…’, শানের কথায় উঠে এল চূড়ান্ত পরিবর্তন! কেন একথা বললেন শিল্পী?
অভিনেত্রী কিন্তু নিজে বেশ খুশি এই পোশাক পড়ার পর। তাই, তো তিনি ক্রমাগত সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার করে গেলেন সেইসব ছবি। আর তাঁকে দেখে হেসে খুন বাকিরা। তারা বলছেন....
ফুল পড়লেও, আস্ত একটা Fool লাগছে। আবার, কেউ বললেন, বোকার মত লাগছে। আবার কেউ বললেন, কদাকার কুৎসিত লাগছে। কারওর কথায়, যাত্রা পার্টি করতে এসেছেন নাকি? এমনকি এও শোনা গেল, মোটেই ভাল লাগছে না! অখাদ্য লাগছে। কেউ কেউ তাঁর তুলনা টানলেন স্বস্তিকার সঙ্গে। বললেন, তাঁর মতো সোজা শাড়ি পরতে পারতেন, এগুলো কী?