/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/04/debleena.jpg)
debleena dutt news: দেবলীনা কী বললেন এই প্রসঙ্গে?
দেবলীনা দত্ত, বেশ স্পষ্টবক্তা একজন অভিনেত্রী। তিনি সহজ কথা সহজ করেই বলেন। কিন্তু, ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা করতে বসলে বেশ ইমোশনাল হয়ে পড়েন তিনি। প্রাক্তন তথাগত এবং বিবৃতির সম্পর্ক নিয়েও তিনি অকপট।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি নানা বিষয়ে মুখ খুলেছিলেন। তাঁর সাজ থেকে শুরু করে ব্যক্তিগত জীবন এমনকি তথাগত মুখোপাধ্যায়ের আলোচনা, উঠল সবই। পারিয়া ছবির যে এই বিরাট সাফল্য, তাতে অত্যন্ত খুশি অভিনেত্রী। তথাগতকে পরিচালক হিসেবেই দেখতে চেয়েছিলেন, সেটাই জানালেন প্রকাশ্যে। কিন্তু, এত সমালোচনা, কটাক্ষ তিনি কিভাবে সহ্য করেন?
এতবছর ইন্ডাস্ট্রিতে হয়ে গিয়েছে, অভিনেত্রী এসব নিয়ে নাকি আর ভাবেন না। এমনকি এও বলেন, "ট্রোলিং মানে নেতিবাচক শব্দ তো? আমি হ্যান্ডেল করি না। অন্য একটা মানুষ সে আমায় কিছু বলবে, আমার সঙ্গে খারাপ ব্যবহার করবে, একটা খারাপ ইঙ্গিত করবে..আমায় ডিস্টার্ব করবে, এত অধিকার আমি কাউকে দেবই এমন। আমার একটা শিল্ড আছে।"
অভিনেত্রী এখানেই কথা শেষ করলেন। তাঁর মতে, এই পৃথিবীতে এমন কিছু নেই যেটা নিয়ে কথা হয় না। প্রাণ গেলেও মানুষ সমালোচনা করে। আমি যদি খারাপ মন্তব্য শুনে রেগে যাই, তাহলে তো হয়েই গেল। যদিও, তথাগতকে নিয়ে কোনও মন্তব্য শুনতেই তিনি নারাজ। সাফ একথা বলেছিলেন, ভটভটির এরিয়ালকে তিনি ট্রেন করেছিলেন। গ্রুমিং করেছিলেন। তবে, তাঁর নাম যে বিবৃতি সেটি তিনি জানেন না এবং তথাগতর সঙ্গে যে তাঁর সম্পর্ক আছে এটাও তিনি বিশ্বাস করেন না।
দুজনে একসঙ্গে ঘুরে বেড়ান। চারিদিকে তথা এবং বিবৃতিকে নিয়ে নানা খবর তারপরেও দেবলীনার অস্বীকার করার বিষয়কে অনেকেই বাঁকা চোখে দেখেছেন। তবে, তিনি এও জানিয়েছেন, তথাগত যদি স্বীকার করে থাকেন তাঁর কারওর সঙ্গে সম্পর্ক নেই তার মানে সত্যিই নেই।