/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/11/devleena.jpg)
দেবলীনা কুমার
চরিত্রের প্রয়োজনে কত কী না করতে হয়। তাই বলে, এভাবে সব সহ্য করতে হয়? অন্তত দেবলীনা কুমার উইন্ডোজ এর সঙ্গে কাজ করতে গিয়েই যা ভুগলেন, তারপরও...
রক্তবীজ সিনেমায় তাঁকে যামিনী চরিত্রে দেখা গিয়েছিল। একদম মেকাপ নেই, সাধারণ সাজে তিনি মন কেড়েছিলেন। কিন্তু, এই চরিত্রটা করতে গিয়ে কীভাবে তাঁকে অত্যাচার সহ্য করতে হয়েছিল। প্রকাশ্যে জানিয়েছেন অভিনেত্রী। নখের আঙ্গুল থেকে মুখের ক্রিম, সবকিছুই মেনে নিতে হয়েছিল অভিনেত্রীকে।
এক পুকুর জলে শুটিং এর সময় থেকেই রীতিমতো অত্যাচার সহ্য করছেন তিনি। সবাই বসে রয়েছেন পাড়ে। আর একদিকে জলের মধ্যে পারফেক্ট শট দিতে তিনি ব্যস্ত। এরপরই দেবলীনা বলেন.. আমি উইন্ডোজ এর সঙ্গে কাজ করব আর অরিত্র এবং শিবুদা আমায় অত্যাচার করবে না এটা হয় না। ওরা আমায় এত ছোট দেখেছে যে তারপর থেকে ওদের কাছে আমি এমনই হয়ে গিয়েছি। শুধু তাই না। ওরা মজা পায় এসব করে।
অভিনেত্রী এখানেই শেষ করেননি। তাঁর কথায়...নখ কেটে দেওয়া থেকে মুখের ক্রিম উঠিয়ে নেওয়া দায়িত্ব নিয়ে করেছেন তারা। বলেন, আমার শুটিং চলাকালীন একদম ভাল মেয়ের মতো ছিলাম। নখে নেইলপলিশ লাগাই নি। তারপর তিনমাস পর একটা ক্লোজ ফেস শুটিং এর সময় নখ বড় ছিল। সেসময় অরিত্রদা নখ পর্যন্ত কেটে দিয়েছে। আমি প্রতিবাদ পর্যন্ত করতে পারিনি। একদিন মুখে সানস্ক্রিন লাগিয়ে চলে গিয়েছিলাম। তখন, যা করল...! পুরো মুখ থেকে সেটা ধরে উঠিয়ে দিল।
যদিও, ঘটনায় খুব একটা আক্ষেপ নেই অভিনেত্রীর। কারণ, এটা আছে বলেই হয়তো পরিচালক এত পারফেকশন নিয়ে কাজ করতে পারেন। দেবলীনা বলেন, আমি আর কিছুই বলতে পারি না ওদের। কারণ, ওরা আমায় সত্যিই ভালবাসে।