আজকে প্রেমের এক বিশেষ দিন। যদিও, প্রেম উদযাপন করতে গেলে বিশেষ কোনও দিন লাগে না, তাও অভিনেত্রী দেবলীনা কুমার গতকাল একটি ছবি পোস্ট করেছেন যেখানে দেখা যাচ্ছে গায়ক মনোজ মুরলীর সঙ্গে বিয়ের আসনে তিনি। হ্যাঁ? তাহলে কি আবার বিয়ে করলেন তিনি? গৌরবের তাহলে কী হবে?
সমাজ মাধ্যমে বধূ বেশে অভিনেত্রী ছবি পোস্ট করেছেন। যেখানে দেখা যাচ্ছে সদ্য বিয়ে হয়েছে তাঁদের। লাল রঙের বেনারসি, সিঁদুর দান শেষে একগাল হাসি মুখে দুজনে ছবি তুললেন। এবং সেই ছবির ক্যাপশন - বিবাহ সম্পন্ন হল, আপনাদের আশীর্বাদ একান্ত কাম্য। তাঁকে ফের একবার বিয়ের পিঁড়িতে দেখেই ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার তরফে ফোন গিয়েছিল তাঁর কাছে। অভিনেত্রীর একগাল হাসি। আগের বিয়ে ভাল নাকি এটা, একথা জিজ্ঞেস করতেই তিনি বলেন...
"ভাল কিনা জানি না, তবে এই বিয়েতে কাউকে খাওয়াতে হল না। যদিও, আগের বিয়েটাতে আমার বাবা মা খাইয়েছেন ( হাসি )। কিন্তু এই যে লোকজনকে খাওয়াতে হল না, অনলাইনে হয়ে গেল, বাড়ি ভাড়া নিতে হয়নি। আর পোশাক আশাক তো, আমার পুরোনো বিয়ের ড্রেসগুলো দিয়েই হয়ে গিয়েছে। আর আরেকটা কথা, এবারের বিয়েটাতে আগের বারের মতো আর হাসতে হয়নি। ওরে বাবারে! আগের বার এতদিন ধরে আমাদের হাসতে হয়েছে, যে আমি আর গৌরব মধুচন্দ্রিমায় গিয়েও একে অপরের সঙ্গে কথা বলিনি, এত ক্লান্ত ছিলাম।"
অভিনেত্রী জানালেন, যে গৌরব চট্টোপাধ্যায় তার দ্বিতীয় বিয়ের ছবি দেখে একটা দারুন মন্তব্য করে বসেছেন। শুধু তাই নয়, তিনি একটি কারণে বেশ অবাক হয়েছেন। গৌরবের মতামত জানতে চাইলে, দেবলীনা জানান - গৌরব নাকি এমনই বলেছেন, "কী সুন্দর লাগছে। এত সুন্দর শট, কিন্তু আমি ভাবছি ফ্রেমটা এত ভাল হল কী করে?" দেবলীনা এবং গৌরব দুজনে যে একে অপরের সঙ্গে দেদার মজা করেন একথা অনেকেই জানেন। দেবলীনা গাঁটছড়া ধারাবাহিক চলাকালীন, গৌরব এবং শোলাঙ্কির জুটি নিয়ে খুব আলোচনা করতেন। প্রসঙ্গে অভিনেত্রী বলেন, "আমি সত্যি বলছি, গৌরব এবং শোলাঙ্কি জুটি আমার খুব পছন্দের। একদম আদ্যোপান্ত রোমান্টিক জুটি। আর আমার তো মনে হয়, এটাই হওয়া উচিত। দুজনের প্রতি দুইজনের আন্ডারস্ট্যান্ডিং এটা তো দরকার।
উল্লেখ্য, প্রেমের বিশেষ দিনে, বা ফের একবার গৌরবকে বিয়ে করার ইচ্ছে আছে নাকি, সেই প্রসঙ্গেই হাসির সূত্রে বলেন, প্রথমবার এতরকম ভাবে বিয়ে করেছি, যে আগামী কিছুবছরে আর ইচ্ছে নেই।" প্রসঙ্গত, মনোজ মুরলির সঙ্গে তিনি একটি অ্যালবামে কাজ করেছেন তিনি। সেখানেই স্বামী স্ত্রীর ভূমিকায় দেখা যাবে তাঁদের।