/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/12/258225997_485952949335061_6152547183746110899_n.jpg)
দেবলীনা কুমার...
সাইকেল চালিয়ে সকাল সকাল ক্যাফেতে গিয়েছিলেন অভিনেত্রী, তারপর? ক্যাফের সদস্যদের ব্যবহারে রেগে আগুন তৃণমূল বিধায়ক কন্যা। ক্ষোভ উগরে দিলেন সোশ্যাল মিডিয়ায়।
অভিনেত্রী দেবলীনা কুমার যে কি ভীষণ মাত্রায় সাইকেল প্রেমী সেকথা কারওর অজানা নয়। মাঝেমধ্যেই এদিক সেদিক বেরিয়ে পড়েন নিজের বাহন নিয়ে। আজও ব্যতিক্রম নয়। সকাল সকাল হাজির হয়েছিলেন বালিগঞ্জ এলাকার একটি ক্যাফেতে। সেখানেই তাঁর এবং তাঁর সাইকেলকে নিয়ে দুর্ব্যবহার করেন ক্যাফের লোকজন। রীতিমতো হেনস্থার অভিযোগে এনেছেন অভিনেত্রী। লিখলেন...
আরও পড়ুন < শুটিং এর মাঝেই নিজের মৃত্যুর খবর! আকাশ থেকে পরলেন টেলি অভিনেতা রাহুল >
"আমি সাইকেল চালিয়ে তাঁদের ক্যাফেতে যাই। কিন্তু তাঁরা আমায় ঢুকতে বাঁধা দেন। এমনকি যে নিরাপত্তারক্ষী ছিলেন উনিও অদ্ভুত আচরণ করেন। বলেন, আমার সাইকেল উনি দেখে রাখতে পারবেন না। তার চেয়েও বড় কথা, ক্যাফের নিজস্ব পার্কিং এলাকায় আমায় সাইকেল রাখতে দেওয়া হয় নি। প্রচুর ফাঁকা জায়গা ছিল... কিন্তু না! এমনকি এও ওদের বোধগম্য হচ্ছিল না যে ওরা একজন গ্রাহক হারাচ্ছে। বরং সেই নিরাপত্তারক্ষী আমার দিকে তাকিয়ে তাকিয়ে হাসছেন, যেন ভালই হল! সকাল সকাল কাজ করতে হবে না"।
অভিনেত্রীর এই পোস্ট দেখে একরকম রেগে আগুন অনেকেই। পরিবেশের দিকে তাকিয়ে সাইকেল চালানোই বেশি শ্রেয় বলে মনে করেন তিনি। শুধু তাই নয়, শহরের রাস্তায় সাইকেলকে আরও জনপ্রিয় করে তুলতেই এই ভাবনা চিন্তা তাঁর। অভিনেত্রী বললেন, "এধরনের ব্যবহারে খারাপ লাগে। মন ভেঙে যায়"। দেবলীনা, গৌরব, অনিন্দ্য এবং সঙ্গে প্রযোজক মহেন্দ্র সোনি মাঝেমধ্যেই বেরিয়ে পড়েন। তবে আজ যে হেনস্থার শিকার তিনি হয়েছেন তাতে বেজায় দুঃখ পেয়েছেন তিনি।
তবে এখানেই শেষ নয়! দেবলীনা বলেন, "অনেকেই এবার প্রশ্ন করবে তোমাকেও ঢুকতে দিল না? জানে তুমি কে? তাঁদের উদ্দেশ্যে বলি! আমি সবসময় আমার বাবার পরিচয় দি না"। যদিও বা তাঁর অনুরাগীরা জানিয়ে দিলেন, সাইকেল কেন গাড়ি তথা মানুষজনের খেয়ালও করেন না সেখানকার কর্মীরা। তার সঙ্গে আওয়াজ তুললেন সাইকেল আরোহীদের জন্য বিশেষ ক্যাফের জন্য।