আরো সংকটজনক পরিচালক অরুন রায়। বেশ কিছুদিন ধরেই আরজি কর হাসপাতালে তিনি ভর্তি। শেষ কিছু বছরই মারণ রোগ ক্যান্সারে আক্রান্ত তিনি। কিছুদিন শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।
কানাঘুষে শোনা যাচ্ছে তাকে নাকি ভেন্টিলেশনে দেওয়া হয়েছে। এবং পরিচালক এখন মোটেই ভালো নেই। চিকিৎসক এবং অভিনেতা কিঞ্জল নন্দ সংবাদমাধ্যমে জানিয়েছেন, যত সময় অতিক্রান্ত হয়েছে ততই আরো বেশি করে অসুস্থ হয়ে পড়ছেন তিনি। তার অবস্থা ক্রমশই খারাপ হচ্ছে। ফুসফুসে সংক্রমণ মারাত্মক মাত্রায় বেড়েছে। সেভাবে না তিনি কথা বলতে পারছেন, না তার কোন অঙ্গ-প্রত্যঙ্গ কাজ করছে। সংজ্ঞা নেই তাঁর।
কিছুদিন আগেই আরজি কর হাসপাতালে তাকে দেখতে গিয়েছিলেন দেব। এবং সেদিন নাকি অল্প অল্প কথা বলতে পারছিলেন তিনি। দেবের সঙ্গে বাঘাযতীন ছবিটি করেছিলেন পরিচালক। তখনও তার শরীর যথেষ্ট খারাপ। কিন্তু শরীর খারাপকে পরোয়া না করেই তিনি শুটিং করে গেছেন প্রতিনিয়ত। এমনকি যখনই তাকে ক্যান্সার নিয়ে প্রশ্ন করা হয়েছে তিনি উল্টে রাগ করেছেন।
অভিনেতা এবং চিকিৎসক কিঞ্জল সবসময় তাকে তদারকিতে রেখেছেন। এ কথা অনেকেই জানেন যে পরিচালকের হাত ধরে অভিনয় জগতে পা রেখেছিলেন কিঞ্জল। হীরালাল ছবিতে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা ছিলেন অভিনেতা। আর আজ যখন তিনি এতটা অসুস্থ, তখন সবটাই নিজের হাতে করার ইচ্ছে প্রকাশ করেছেন তিনি।
উল্লেখ্য শেষ কিছু বছরে ক্যান্সারের সঙ্গে লড়াই করতে করতে প্রায় ক্লান্ত হয়ে পড়েছিলেন অরুণ বাবু। কিন্তু তার মধ্যেও শুটিং চালিয়ে গেছেন। বাঘাযতীন ছবির প্রচারের সময়ও তাকে খুব একটা দেখা যায়নি। কিঞ্জল আরও জানিয়েছেন, ক্যান্সার মানুষকে এমনিই দুর্বল করে দেয়। সেখানে ফুসফুসে সংক্রমণ তাঁকে আরও কষ্ট দিচ্ছে। রোগ প্রতিরোধ ক্ষমতা তার নেই বললেই চলে।