Advertisment

Soumitrisha-Dev Birthday:: 'দেব কেন এত সফল সেটাও তো জানতে হবে...', 'স্বপ্নের নায়কে'র জন্মদিনে কী বলছেন 'প্রধান' নায়িকা সৌমিতৃষা?

Soumitrisha Kundu - Dev: ছোটবেলায় টেলিভিশনে দেবের গান দেখে নাচা, কিংবা তাঁর সিনেমা দেখলেই হা করে তাকিয়ে থাকা, এ নতুন কথা নয়। সৌমিতৃষার কাছেও দেব ঠিক তাই। কী বললেন আজ স্বপ্নের নায়কের জন্মদিনের দিন?

author-image
Anurupa Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
dev birthday, tollywood

আজ দেবের জন্মদিন, স্বপ্নের নায়ককে নিয়ে কী বলছেন সৌমিতৃষা? Photograph: ( গ্রাফিক্সঃ অংশুমান মাইতি )

Suparstar Dev Birthday: তিনি বক্স অফিসে রাজার রাজা। যখনই স্ক্রিনে আসেন তখনই ম্যাজিক ক্রিয়েট করেন তিনি। দেব মানেই বক্স অফিস ছারখার। আর এবারও তাঁর সেই কান্ড ব্যতিক্রম না। খাদান ঝড়ে তোলপাড় টলিপাড়ায়। অভিনেতা ঠিক যেরকম বিরাট মাপের নায়ক, তেমনই এক অসম্ভব সুন্দর মনের মানুষ। আর আজ যখন তাঁর জন্মদিন, তখন তাঁকে নিয়ে কী বলছেন সৌমিতৃষা?

Advertisment

অভিনেত্রী দেবের নায়িকা। প্রধান ছবিতে তাঁরা একসঙ্গে কাজ করেছিলেন। দেখা গিয়েছিল দেবের স্ত্রীর ভূমিকায়। যারা এই প্রজন্মের তরুণী কিংবা যুবতী, তাঁরা জানেন দেব আসলে কী মানে রাখে তাঁদের কাছে। ছোটবেলায় টেলিভিশনে দেবের গান দেখে নাচা, কিংবা তাঁর সিনেমা দেখলেই হা করে তাকিয়ে থাকা, এ নতুন কথা নয়। সৌমিতৃষার কাছেও দেব ঠিক তাই। কী বললেন আজ স্বপ্নের নায়কের জন্মদিনের দিন?

অভিনেত্রীর কথায়, "দেবদা কে যখন আমি চিনতাম না, তখনও তিনি স্বপ্নের নায়ক ছিলেন। এখনও তাই। কিন্তু খুব ভাল মনের মানুষ। দেখো, খ্যাতি বিষয়টা খুব আলাদা। কিন্তু একজন ভাল মানুষ হওয়াটা আলাদা ব্যাপার। এখনও লোকটা মাটির মানুষ। এইজন্যই হয়তো এতটা সফল তিনি। স্বপ্নের নায়ক তো, আমরা তো সবাই তাঁর গান দেখেছি, নেচেছি, টিভিতে সেই সিনেমা দিলেই দেখা। তখন তো ইউটিউব ছিল না। কিন্তু, দেব মানেই আমার কাছে ভীষণ ভাল একটা মানুষ।" অভিনেত্রী এও জানালেন, দেবের থেকে ঠিক কী কী শিখেছেন তিনি।

Advertisment

কথায় বলে, সফলতা সহজে আসে না। দেবের ক্ষেত্রেও তাই। অনেক পরিশ্রম এবং অনেক কষ্ট আজ তাঁকে দেব বানিয়েছে। আর প্রধান নায়িকার বক্তব্য, "আমি দেবদার সঙ্গে থেকে যেটা শিখেছি, সেটা হল ডিসিপ্লিন। একটা মানুষ কেন বড় মাপের, সেটা জানার কিন্তু প্রয়োজন আছে। সবই তো আছে তাঁর কাছে। চাইলেই শুট করতে গিয়ে দেরি করতে পারত, মানুষকে অপেক্ষা করাতে পারত। কিন্তু এই জিনিসটা তাঁর মধ্যে একদম নেই। আমি সত্যিই বলি? দেবের নায়িকা কথাটা শুনতে আমার খুব ভাল লাগে, আমার খুব আনন্দ হয়, গর্ব হয়।"

সিনিয়র একজন আর্টিস্টের সঙ্গে অভিনয়। দেব এখন অভিনেতা প্রযোজক সঙ্গে আবার ক্রিয়েটিভ টিমের সদস্যও বটে। দেবের কাছে বকা খেয়েছেন? হাসতে হাসতে তিনি বললেন, "না না! কোনোদিন না। বরং দেবদা থাকলে ফ্লোর মজায় মেতে থাকে। হয়তো কাজ হচ্ছে, কিন্তু এমন একটা ইয়ার্কি মেরে বসল যে সবাই হাসছে। দেবদা বকা দেওয়া দূর, তিনি লেগপূল করবে বাকিদের সঙ্গে।"

প্রসঙ্গে, আজ দেবের জন্মদিন উপলক্ষে যে আলাদা সেলিব্রেশন হবে একথা পরিষ্কার। কারণ, খাদান রিলিজ করেছে। আর ৪ দিনেই কেল্লাফতে। ৫ কোটির পথে দেবের ছবির বক্স অফিস কালেকশন। আজকে যে গ্র্যান্ড উৎসব হবে, সেকথাও অজানা নয়।

Soumitrisha Kundu Dev
Advertisment