Advertisment
Presenting Partner
Desktop GIF

Khadaan Box Office collection Day 5: বড়দিনে লং জাম্প 'খাদানে'র! কত কোটির ব্যবসা করল দেবের ছবি?

Dev's khadaan box office: চার দিনে এই ছবি ৪ লাখ টাকার ব্যবসা করে ফেলেছে। আর গতকাল অর্থাৎ ২৫ ডিসেম্বর বড়দিনের দিন, যে বিরাট টাকার ব্যবসা করবে এই ছবি, আগেই জানা যাচ্ছিল।

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
dev khadaan box office day 5

৫ দিনে কত কোটির ব্যবসা করল দেবের ছবি? Photograph: (Instagram)

বক্স অফিসে খাদান ঝড়! দেব তাণ্ডবে ছারখার টলিপাড়া। শেষ কিছুদিনে যেভাবে একটি সিনেমা উৎসবের পরিবেশ সৃষ্টি করেছে, এটা যেন দেব ছাড়া আর কাউকে দিয়ে সম্ভব না। তিনি বাংলা ছবির হাল হকিকত ফিরিয়ে আনলেন।

Advertisment

চার দিনে এই ছবি ৪ লাখ টাকার ব্যবসা করে ফেলেছে। আর গতকাল অর্থাৎ ২৫ ডিসেম্বর বড়দিনের দিন, যে বিরাট টাকার ব্যবসা করবে এই ছবি, আগেই জানা যাচ্ছিল। এক তো ছুটির দিন, দ্বিতীয় এইদিন দেবের জন্মদিন। বক্স অফিসের রাজার জন্মদিনের দিন, তাঁর ভক্তরা যে আনন্দ উপভোগের মধ্যে দিয়েই সিনে সেলিব্রেশনে হাজির হবেন সেকথা অনেকেই বুঝেছিলেন।

আর হলোও তাই। দেবের এই ছবি গতকাল পেরিয়ে গিয়েছে ৫ কোটি! ৫ দিনে এহেন সাফল্য তাও আবার বাংলা ছবি, যেন ভাবাও যায় না। কিন্তু, দেব সেটা সম্ভব করে দেখালেন। এই যুগে যেখানে কমার্শিয়াল ছবি শুনলেই লোকে ছিঃ ছিঃ করে, সেখানেও যে দেব এবং যীশু ম্যাজিক চলল, সেটাই দেখল গোটা বাংলা। দেব ভেঞ্চার্স এর তরফে জানা যাচ্ছে ৫ দিনে এই ছবি বক্স অফিসে আয় করেছে, ৫.১০ কোটি।

এর আগে যদিও বা, দেব বহু ছবি রিলিজ করেছেন, সেগুলি সুপারহিট হলেও, এই ছবিটা খাদান কিন্তু ব্লকবাস্টার হিট। বহুদিন ধরে দেব নিজের প্রযোজনায় ছবি বানাচ্ছেন। আর এবার তাঁর ভক্তরা তাঁকে যে আনন্দ দিয়েছেন বক্স অফিসের রাজার রাজা বানিয়ে, সেটাই দেবের এই জন্মদিনে সবথেকে বড় পাওয়া।

Advertisment

প্রথম দিন থেকেই, দেবের ছবি উপলক্ষে ভক্তদের আনন্দ ছিল দেখার মত। রাত আড়াইটার শো ছিল হাউসফুল। দেব ভক্তরা রাত থেকে জেগে সুপারস্টারের ছবিকে সফল করতে তৎপর ছিলেন। এই দৃশ্য আগে দেখা গিয়েছিল, শাহরুখের ছবি জওয়ান রিলিজের সময়। রাত সাড়ে তিনটার শো দেখেছিলেন বাংলার কিং খান প্রেমীরা। আর তারপর, দেব পারলেন। এবং তিনি যে বলে বলে বহুরূপী ছবিকে টেক্কা দেবেন সেকথাও পরিষ্কার।

tollywood news tollywood Dev Tollywood superstar Dev Khadaan
Advertisment