Advertisment
Presenting Partner
Desktop GIF

Dev - Khadan: একশোর কাছাকাছি শো, 'যথাযথ ব্যবস্থা নেব', 'পুষ্পা ২'-কে কাঁচকলা দেখিয়ে কী সিদ্ধান্ত নিলেন দেব?

Dev's khadan housefull shows: যে চারটে ছবি রিলিজ করছে বড়দিনে, তাতে দেখা যাচ্ছে সবথেকে বেশি হল পেয়েছে দেবের খাদান ছবিটি। এমনকি দেবের কমার্শিয়ালি কামব্যাক করার বিষয়টি বাংলা সিনে ইন্ডাস্ট্রিতে দারুণ প্রশংসা কুড়িয়েছে।

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
dev-khadan release

আগামীকাল মুক্তি খাদানের, কী ব্যবস্থা নেওয়ার কথা বললেন দেব? Photograph: (Instagram)

যেদিন থেকে দেব তাঁর নতুন কমার্শিয়াল ছবির ঘোষণা করেছেন সেইদিন থেকেই তিনি ট্রেন্ডিং। বহুদিন পর আবারও অ্যাকশন এবং রোমান্টিক ছবিতে তাঁকে দেখা যাবে। আর এই ছবি যে বড়দিনে বক্স অফিস কাঁপাতে চলেছে সেকথা আর বুঝতে বাকি নেই। গতকাল দেব জানিয়েছিলেন পুষ্পা ২ এর চক্করে হল পাচ্ছেন না।

Advertisment

কিন্তু আজ চিত্রটা একদম অন্য। যে চারটে ছবি রিলিজ করছে বড়দিনে, তাতে দেখা যাচ্ছে সবথেকে বেশি হল পেয়েছে দেবের খাদান ছবিটি। এমনকি দেবের কমার্শিয়ালি কামব্যাক করার বিষয়টি বাংলা সিনে ইন্ডাস্ট্রিতে দারুণ প্রশংসা কুড়িয়েছে। তিনি যে বাংলা কমার্শিয়াল ছবিকে ফিরিয়ে আনার চেষ্টা করেছেন সেটাও দারুণ বিষয়। আর দেব গতকাল যখন থেকে শো পাবার জন্য লড়াই করছেন তখন থেকে অনেকেই প্রশ্ন তুলেছেন, বাংলায় বাংলা ছবিকে লড়াই করতে হবে শো পাবার জন্য?

কিন্তু, এই পুষ্পা ২ এর দাপটের চোটে যখন বাংলা ছবির অবস্থা নাজেহাল, তারপরেও দেব যখন প্রায় অনেকগুলি শো পেয়ে গিয়েছেন, তখন থেকে উন্মাদনা তুঙ্গে। ভক্তরা এডভ্যান্স বুকিংয়ে নাম লিখিয়েছেন। একের পর এক হল হাউসফুল। আগামীকাল শুধু শহর কলকাতায় না, বরং জেলাস্তরেও দুপুরের দিকে একের পর এক শো হাউসফুল। কিন্তু, এখনও যে জায়গায় বা যে হলে এখনও শো পায়নি, দেব আগামীকালের কথা সমাজ মাধ্যমে সুরাহার কথা লিখছেন। তাঁর কথায়...

Advertisment

"খাদান আগামীকাল মুক্তির জন্য প্রস্তুত। যদি আপনাদের কাছে সিনেমা হলে এই ছবিটি না এসে থাকে তাহলে আমাদের কমেন্টের মাধ্যমে জানান আমরা তার যথাযথ ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবো।" আর সেখানেই অনেকে দেবকে জানিয়েছেন কাদের নিকটবর্তী হলে এখনও খাদানের শো নেই। যেখানে দেব এবং রাজের ছবি নিয়ে এত চর্চা, সেখানে তারকার এহেন দর্শকদের ডাকে সাড়া দেওয়া কিন্তু বেশিরভাগের মন কেড়ে নিয়েছে।

https://www.facebook.com/share/p/1Dz4zEwnY7/

পরের দিকেই দেব জানিয়েছেন, আগামীকাল স্টার থিয়েটারে হাউজফুল শো। এবং স্টারের সঙ্গে সঙ্গে অন্যান্য হলেও টিকিট কাটার মাত্রা সমানে বাড়ছে। শেষ কিছুক্ষনে প্রায় ৩০ হাজার মানুষ নিজেদের ইন্টারেস্ট প্রকাশ করেছেন ছবি নিয়ে। বেশিরভাগ দাবি করছেন বহুরূপী সিনেমার পর, দেবের এই ছবিই বছর শেষে বক্স অফিসে রাজ করবে।

tollywood Dev Tollywood superstar Dev Dev Entertainment Ventures
Advertisment