Advertisment

'সাঁঝবাতি'-র পর নতুন ছবিতে দেব

প্রযোজক অতনু রায় চৌধুরির সঙ্গেই পরের ছবি করার কথা চলছে দেবের। প্রসঙ্গত, 'সাঁঝবাতি'-র প্রযোজকও অতনু রায় চৌধুরি। প্রযোজকের পরের ছবিতেও নাকি সাদামাটা চরিত্রে ধরা দেবেন অভিনেতা।

author-image
IE Bangla Web Desk
New Update
dev

দেব। ফোটো- ইনস্টাগ্রাম

হাতে একটার পর একটা কাজ। সময় নেই। কখনও নিজের প্রযোজনা তো কখনও অভিনয়। তিনি অভিনেতা-সাংসদ দেব। লীনা গঙ্গোপাধ্যায় ও শৈবাল বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় সম্প্রতি 'সাঁঝবাতি' ছবিতে অভিনয় করেছেন দেব, বিপরীতে পাওলি দাম। সেই ছবি মুক্তির অপেক্ষায়। তারই মধ্যে নতুন ছবির কথা প্রায় পাকা করে ফেলেছেন বলেই শোনা যাচ্ছে।

Advertisment

প্রযোজক অতনু রায় চৌধুরির সঙ্গেই পরের ছবি করার কথা চলছে দেবের। প্রসঙ্গত, 'সাঁঝবাতি'-র প্রযোজকও অতনু রায় চৌধুরি। প্রযোজকের পরের ছবিতেও নাকি সাদামাটা চরিত্রে ধরা দেবেন অভিনেতা। সেই ছবিতে গুরুত্বপূর্ণ একটি ভূমিকায় ভাবা হয়েছে স্বাতীলেখা সেনুগুপ্তর নাম। যদিও বর্ষীয়ান অভিন‌েত্রী এখনও কিছু ঠিক করেননি। ছবির পরিচালনা করবেন অভিজিৎ সেন।

আরও পড়ুন, প্রিয়াঙ্কা-ফারহানের ট্র্যাজিক কাহিনি ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’

পরিচালকের এটাই প্রথম ফিচার ছবি। এর আগে সা রে গা মা পা - রিয়্যালিটি শোয়ের পরিচালনা করেছেন অভিজিৎ। নভেম্বরে শুটিং শুরু হওয়ার কথা এই নতুন ছবির। পুজোয় মুক্তি পাচ্ছে কমলেশ্বর মুখোপাধ্যায়ের 'পাসওয়ার্ড'। এই ছবির প্রযোজক দেব। সুতরাং, পোস্ট প্রোডাকশন ও প্রচার নিয়ে বেজার ব্যস্ত তিনি।

সম্প্রতি শুটিং শেষ হয়েছে তাঁরই প্রযোজিত ছবি 'হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী'। ডিসেম্বরে মুক্তি পাবে সেই ছবি। তার মধ্যেই নভেম্বরে শুরু হতে চলেছে এই ছবির শুটিং। 'সাঁঝবাতি'-র প্রচারও বাকি। সবমিলিয়ে বেজায় ব্যস্ত অভিনেতা। তবে এতকিছুর মধ্যেও এড়িয়ে যাচ্ছেন না সংসদের কর্তব্য।

Dev Bengali Cinema
Advertisment