New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/02/Tonic_Poster-759.jpg)
সাঁঝবাতি-র পর অতনু রায় চৌধুরীর প্রযোজনায় দ্বিতীয় ছবিতে কাজ করছেন দেব।
আপাতত নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর জীবন অবলম্বনে 'গোলন্দাজ'-এর শুটিংয়ে ব্যস্ত দেব, পুজোর রিলিজ 'কিশমিশ'-এর ঘোষণা করে ফেলেছেন। সব মিলিয়ে দম ফেলার ফুরসত নেই দেবের।
সাঁঝবাতি-র পর অতনু রায় চৌধুরীর প্রযোজনায় দ্বিতীয় ছবিতে কাজ করছেন দেব।
শুরুটা অনেকদিন আগেই হয়েছে, এদিন প্রকাশ্যে এল পোস্টার। দেব-পরাণ বন্দ্যোপাধ্যায়ের যুগলবন্দীতে আসছে 'টনিক'। গরমে আসছে দেবের প্রযোজনায় 'হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী'। আপাতত নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর জীবন অবলম্বনে 'গোলন্দাজ'-এর শুটিংয়ে ব্যস্ত তিনি। তার ওপরে পুজোর রিলিজ 'কিশমিশ'-ও ঘোষণা করে ফেলেছেন। সব মিলিয়ে দম ফেলার ফুরসত নেই দেবের। এ সবের মধ্যেই মুক্তি পেল 'টনিক'-এর পোস্টার।
প্রথমে পরাণ বন্দ্যোপাধ্যায়ের বিপরীতে স্বাতীলেখা সেনগুপ্তর নাম জানা গিয়েছিল তখন। পরবর্তীতে ঠিক হয় পরাণ-শকুন্তলা বড়ুয়া জুটিকে নিয়েই কাজ করবে টিম ‘টনিক’। সঙ্গীত পরিচালনায় থাকবেন জিৎ গাঙ্গুলি। এই ছবির মাধ্যমেই ডেবিউ করছেন পরিচালক অভিজিত সেন।
আরও বলুন, তেজস ফার্স্টলুক: বায়ুসেনা পাইলট কঙ্কনা রানাওয়াত
ছবিতে দেখা যাবে তনুশ্রী চক্রবর্তীকেও। বৃদ্ধ বাবা-মাকে দেওয়ার মত সময়টুকুও নেই আজকাল ছেলে-মেয়ের। এ গল্পও খানিকটা সে রকমই। ছেলের আত্মকেন্দ্রিকতা বাবা-ছেলের মধ্যে তিক্ততা বৃদ্ধি করে। নিজেদের বিবাহ বার্ষিকী ধুমধাম করে করছে অথচ বাবা-মা'র বেলায় কোনও রকমে। পরাণ বন্দ্যোপাধ্যায় এবং শকুন্তলা বড়ুয়াই এই বৃদ্ধ দম্পতির ভূমিকায়।
এখানে দেব এসে চিত্র বদলে দেয়। বাবা-মা'র সঙ্গে সম্পর্ক ভাল করার চেষ্টায় কি টনিক -এর মতো কাজ করে দেবের কৌশল? এই নিয়েই ছবি 'টনিক'। এ বছর গরমেই মুক্তি পাবে এই ছবি।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন