ঈদেই মুক্তি পেতে চলেছে দেব-রুক্মিণীর নতুন ছবি কিডন্যাপ। ভোট মিটেছে, নিজের ব্যস্ত শিডিউল থেকে সময় বার করতে পেরেছেন দেব। এবার মননিবেশ করেছেন ছবির প্রচারে। সম্প্রতি সুরিন্দর ফিল্মস সামনে আনতে চলেছে ‘মনটা কথা শোনে না’ গান। তার সঙ্গেই নতুন কিছু অপেক্ষা করছে দর্শকের জন্য। নতুনত্ব রয়েছে হাঁটায়। সেটাই প্রক্যাটিস করছিলেন নায়ক।
যোগ্য সঙ্গত দিচ্ছিলেন দেবের দু’জন ‘বিগ বয়’। অবাক হবেন না, এরা দু’জনেই দেবের পোষ্য সারমেয়। গানটার রিহার্সালের সময় সঙ্গে ছিলেন তারাও। ভিডিও শেয়ার করেছেন দেব নিজেই।
দেব-রুক্মিণীর চার নম্বর ছবি ‘কিডন্যাপ’। নিখোঁজ ২১ বছরের মেয়ে। বহু চেষ্টা করছেন বাবা, পুলিশ থেকে আমলা প্রত্যেকের দরজায় কড়া নাড়ছেন মেয়েকে উদ্ধারের আশায়। অবশেষে মুখ্যমন্ত্রীকে চিঠি লেখা অসহায় বাবা। এদিকে এতদিনে সংবাদমাধ্যম কাছে পৌঁছে গিয়েছে সে খবর। শুরু থেকে শেষ রহস্যময় নারী পাচার চক্রের হাড়হিম করা গল্পে তৈরি হচ্ছে ‘কিডন্যাপ’ ছবিটি।