/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/06/dhadak-759.jpg)
Dhadak movie trailer: সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জাহ্নবী-ইশানকে শুভেচ্ছা জানালো প্রায় গোটা বলিউড
গতকালই মুক্তি পেয়েছে জাহ্নবী কাপুর এবং ইশান খট্টরের প্রথম বলিউড ছবি 'ধড়কের' ট্রেলার। বহু প্রতীক্ষিত এই ট্রেলার মুক্তির পর থেকেই বি-টাউনে খুশির আবহাওয়া। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জাহ্নবী-ইশানকে শুভেচ্ছা জানালো প্রায় গোটা বলিউড।
প্রসঙ্গত, মারাঠি ছবি 'শইরাতের' হিন্দি ভার্সন 'ধড়ক'। শশাঙ্ক খৈতানের পরিচালনায় ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে প্রয়াত শ্রীদেবীর কন্যা জাহ্নবী কাপুর এবং নবাগত ইশান খট্টর-কে। ছবির ট্রেলার মুক্তির পর থেকেই শুভেচ্ছাবার্তা পাঠাতে থাকেন বলিউড তারকারা। আলিয়া ভাট, সোনম কাপুর, মাহিপ কাপুর টুইটারে উইশ করেন এই জুটিকে।
Here it is @ShashankKhaitan#Dhadak. This film is gonna be amazing and #jhanvi and #Ishaan totally light up the screeen. So proud of your journey Shashi this is your best film. @karanjohar makes films from the heart and #Dhadak shows that. https://t.co/VEVbVNf78H@apoorvamehta18
— Varun Dhawan (@Varun_dvn) June 11, 2018
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/06/dhadak-759.jpeg)
The new stars of Bollywood have arrived!! Looking at Janhvi & Ishaan in this trailer, you'd never guess that they're new at it! I can't wait to see their story unfold! #DhadakTrailerhttps://t.co/uPXi4d8nNR
— Anil Kapoor (@AnilKapoor) June 11, 2018
Welcome to this crazy beautiful world Jhanvi and Ishaan ❤️You both are so good.Loved the trailer @ShashankKhaitan@karanjohar ???????????? Can’t wait #DhadakTrailer
— bhumi pednekar (@psbhumi) June 11, 2018
শুভেচ্ছা জানিয়েছেন বরুণ ধাওয়ানও। 'ধড়ক' ছবির শুটিং হয়েছে মুম্বই ও কলকাতার বিভিন্ন জায়গায়। ছবিটি মুক্তি পাবে ২০ জুলাই।