গতকালই মুক্তি পেয়েছে জাহ্নবী কাপুর এবং ইশান খট্টরের প্রথম বলিউড ছবি 'ধড়কের' ট্রেলার। বহু প্রতীক্ষিত এই ট্রেলার মুক্তির পর থেকেই বি-টাউনে খুশির আবহাওয়া। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জাহ্নবী-ইশানকে শুভেচ্ছা জানালো প্রায় গোটা বলিউড।
প্রসঙ্গত, মারাঠি ছবি 'শইরাতের' হিন্দি ভার্সন 'ধড়ক'। শশাঙ্ক খৈতানের পরিচালনায় ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে প্রয়াত শ্রীদেবীর কন্যা জাহ্নবী কাপুর এবং নবাগত ইশান খট্টর-কে। ছবির ট্রেলার মুক্তির পর থেকেই শুভেচ্ছাবার্তা পাঠাতে থাকেন বলিউড তারকারা। আলিয়া ভাট, সোনম কাপুর, মাহিপ কাপুর টুইটারে উইশ করেন এই জুটিকে।
মারাঠি ছবি 'শইরাতের' হিন্দি ভার্সন 'ধড়ক'
শুভেচ্ছা জানিয়েছেন বরুণ ধাওয়ানও। 'ধড়ক' ছবির শুটিং হয়েছে মুম্বই ও কলকাতার বিভিন্ন জায়গায়। ছবিটি মুক্তি পাবে ২০ জুলাই।