Dhanush-Aishwarya Officialy Divorce : ২০০৪-এর ১৮ নভেম্বর। স্বামী-স্ত্রী হিসেবে নতুন জার্নি শুরু করেছিলেন ধনুশ ও রজনীকান্তের মেয়ে ঐশ্বর্য। একসঙ্গে পুরো জীবন পথ চলবেন সেই অঙ্গীকারই করেছিলেন। কিন্তু, তা আর হল কই! দীর্ঘ ১৮ বছরের দাম্পত্যে পড়ল ইতি। ২০২২ থেকেই আলাদা থাকতে শুরু করেন। অবশেষে ২৭ নভেম্বর চেন্নাইয়ের ফ্যামিলি কোর্টে আিনি বিচ্ছেদ হল দক্ষিণী তারকা দম্পতি ধনুশ ও ঐশ্বর্য রজনীকান্তের। রয়েছে দুই সন্তান, যাত্রা ও লিঙ্গা। ২০২২-এর জানুয়ারি থেকেই আলাদা থাকতে শুরু করেন ধনুশ ও ঐশ্বর্য। চলতি বছরের গোড়াতেই বিবাহবিচ্ছেদের মামলা করেন। আদালতে তিনবার শুনানির তারিখ দেওয়ার পরও তাঁরা হাজিরা দেননি। অবশেষে ২১ নভেম্বর ইন-ক্যামেরা প্রক্রিয়ার জন্য উপস্থিত হন ধনুশ ও ঐশ্বর্য। এরপরই ২৭ নভেম্বর আইনিভাবে আলাদা হয়ে যান প্রাক্তন দম্পতি।
২০০৪-এ রাজকীয় ঢঙে বিয়ে সেরেছিলেন ধনুশ ও ঐশ্বর্য। স্টার স্টাডেড ওয়েডিং তো বটেই, এছাড়াও ছিলেন রাজনৈতিক ব্যক্তিত্বরা। ২০২২-এ যৌথ বিবৃতিতে তাঁদের আলাদা হওয়ার খবর জানান। সেখানে প্রাক্তন তারকা দম্পতি লিখেছিলেন, 'দীর্ঘ ১৮ বছর আমরা একসঙ্গে থেকেছি। স্বামী-স্ত্রী, বাবা-মা, বন্ধু হিসেবে একে অপরের সঙ্গে থেকেছি। ভালবাসা, ভরসা, বন্ধুত্বের মধ্যে দিয়েই সম্পর্কের বন্ধন আরও গাঢ় হয়েছিল'।
প্রাক্তন দম্পতি যোগ করেছিলেন, 'কিন্তু, আজ আমরা একটা সিদ্ধান্তে উপনীত হয়েছি। দুজনেই আমরা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ঐশ্বর্য বা ধনুশ দুজনের পক্ষ থেকেই বলছি, দম্পতি হিসেবে আলাদা হওয়ার পর আলাদাভাবে আমাদেরকে চেনার জন্য একটু সময় দিন। আমাদের সিদ্ধান্তকে সম্মান করুন আর ব্যক্তিগত স্তরে গোপনীয়তা বজায় রাখতে সাহায্য করুন'।
উল্লেখ্য, এক ছাদের নীচে না থেকেও কো-পেরেন্টিং করছিলেন ধনুশ-ঐশ্বর্য। প্রসঙ্গত, বিবাহবিচত্ছেদ মামলা চলাকালীনই দক্ষিণের প্রবীণ অভিনেতা রজনীকান্তের বড় মেয়ে ঐশ্বর্য সমুদ্র সৈকতে একটি বিলাসবহুল বাড়ি কিনেছেন। নতুন বাড়িতে বাবা-মাকে আমন্ত্রণও জানান তিনি। ধনুশ-ঐশ্বর্যর বিচ্ছেদ মামলা চলাকালীন বিস্ফোরক অভিযোগ করেছিলেন সংগীতশিল্পী সুচিত্রা। তিনি ইউটিউব চ্যানেল কুমুদাম-এ বলেছিলেন, দুজনেরই বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে। তবে বাবা হিসেবে ধনুশকে ফুল মার্কস দিয়েছিলেন।
আরও পড়ুন:'আগেও ৪-৫বার আত্মহত্যার চেষ্টা করেছে', জিয়ার মৃত্যুর ১১ বছর পর বিস্ফোরক সূরজের মা