Advertisment

Dhanush: তিরুপতি মন্দিরে ধনুশের শুটিং, বিশৃঙ্খলা- জোরালো বিপদ, অভিযোগ দায়ের পুলিশের কাছে...

Dhanush News : অভিনেতার নতুন ছবির শুটিং ঘিরে চাঞ্চল্য, বন্ধ করা হল ছবি নির্মাণের কাজ!

author-image
IE Bangla Entertainment Desk
New Update
dhanush, dhanush news, dhanush tirupati shooting, tirupati mandir shooting dhanush, dhanush south indian news, tollywood news, entertainment news, Bollywood news, latest entertainment news, টলিউড, বলিউড, বিনোদন, বাংলার বিনোদন, আজকের বিনোদনের খবর, ie entertainment news, entertainment update, Indian express entertainment news

tirupati mandir- মন্দিরে শুটিং করতে যেতেই বিপত্তি ধনুসের-ছবি/ইনস্টা

তিরুপতিতে শুটিং করতে গিয়েই বিপত্তি ঘটালেন ধনুশ। অভিনেতা তাঁর নিজের পরবর্তী ছবি DNS এর শুটিং করছিলেন। সেখানেই জমায়েত এবং তারপর ভয়ঙ্কর দুরবস্থা! অবশেষে দায়ের করা হল অভিযোগ।

Advertisment

অভিনেতার এই ছবিতে কাজ করছেন নাগার্জুন খোদ। সেই ছবির শুটিং পুজোর মাধ্যমে শুরু হয়েছিল তিরুপতিতে। তারপর সেখানে ভিড়! দুর্দান্ত জমায়েত। ফলেই, সেখানের এলাকার মানুষদের পাশাপাশি, অসুবিধের শিকার হন মন্দিরের দর্শনার্থীরা। গাড়ির সমারোহ, তাঁর সঙ্গে নানা অসুবিধার সম্মুখীন হতে শুরু করেন তারা। ফলেই পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন।

সূত্রের খবর, আলিপিরি ঘাটের নিকট তিনি শুটিং করছিলেন। যানবাহনে, জমায়েত হয়ে যাওয়ার কারণে, সেখানের মানুষের খুব অসুবিধা হচ্ছিল। দর্শনার্থীরা অসহায় হয়েই সোজা পুলিশকে জিজ্ঞেস করেন, এভাবে চললে দর্শন কীভাবে হয়। আর ঠিক কোন কারণে, মন্দির প্রাঙ্গণে তাঁরা শুটিংয়ের অনুমতি দিয়েছেন? ফলেই একসময় শুটিং বন্ধ করতে বাধ্য হয় কর্তৃপক্ষ।

আরও পড়ুন - Alia Bhatt: মাত্রাধিক স্বজনপোষণ! ’12th Fail’-এর পরেও আলিয়ার পেছনেই পরে রইলেন বিক্রান্ত, রোষানলে রণবীরও..

তাহলে কি শুটিং হল?

কানাঘুষো, খবর পরের বড় পুলিশের হস্তক্ষেপে শেষ হয়েছে শুটিং। যেহেতু, শিডিউল করা ছিল তাই পুলিশ আর বাধা দেননি। বরং, চেষ্টা করেছেন যাতে সাবধানতার সঙ্গে শেষ হয় এই কর্মকাণ্ড। যদিও, প্রোডাকশনের তরফে একে একেবারেই ক্ষুদ্র ঘটনা বলেই অভিহিত করা হয়েছে।

ধনুসের লুক আলোচনায়...

রাম মন্দির স্থাপনের দিনই তাঁর লুক এসেছিল প্রকাশ্যে। গাল ভর্তি দাড়ি, চোখে মুখে অন্যরকমভাব। নিজের নতুন ছবির শুটিং শুরু করার আগেই তিনি ঈশ্বরের আশীর্বাদ নিতে গিয়েছিলেন। তবে, এইদিন তাঁকে তীরুমালা মন্দিরেও দেখা গিয়েছিল। এই ছবিতেই তাঁর সঙ্গে কাজ করছেন, রশমিকা মন্দানা এবং জিম সর্ভ।

tollywood Dhanush bollywood Entertainment News
Advertisment