Dharmendra Deol: 'হৃদয়ের দূরত্ব বাড়ছে...', মুক্তি চাইছেন ধর্মেন্দ্র! বর্ষীয়ান অভিনেতার পোস্টে কোন রহস্য?

Dharmendra Deol Post: সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে রহস্যময় পোস্ট শেয়ার করলেন ধর্মেন্দ্র। 'হৃদয়ের দূরত্ব বাড়ছে। এইসব ভুল বোঝাবুঝি থেকে কবে মুক্তি পাব? এমনই একটি পোস্ট শেয়ার করেছেন পর্দার বীরু। চিন্তিত ভক্তরা।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Dharmendra’s health update, Dharmendra hospitalized, Hema Malini, Dharmendra-Hema Malini marriage anniversary, হেমা মালিনী, ধর্মেন্দ্র, হাসপাতালে ধর্মেন্দ্র, হেমা-ধর্মেন্দ্রর বিবাহবার্ষিকী, bengali news today

বর্ষীয়ান অভিনেতার পোস্টে রহস্যের গন্ধ

Dharmendra Cryptic Post: ঠোঁটে হাত  দিয়ে বসে রয়েছেন উদাস চিত্তে। দু-চখে যেন কত চিন্তা! চেহারায় কত না ক্লান্তি! হৃদয়ের দূরত্ব বাড়ছে বলে মন খারাপ। তাই সবকিছু থেকে মুক্তি পেতে চাইছেন। সোশ্যাল মিডিয়ায় আচমকা এই পোস্ট করে সকলকে চমকে দিলেন পর্দার বীরু ওরফে ধর্মেন্দ্র দেওল। বয়স ৯০ ছুঁই ছুঁই। তবুও সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় সুপারস্টার। বুধবার ইনস্টা হ্যান্ডেলে বলিউডের এই বর্ষীয়ান অভিনেতার পোস্ট ঘিরে হইচই। কী এমন হল যে তিনি মুক্তি পেতে চাইছেন? হৃদয়ের দূরত্ব বাড়ছে, এই লাইনটি দিয়েই বা কী বোঝাতে চেয়েছেন ধর্মেন্দ্র? তারকা পুত্র ববি দেওল আবার বাবার পোস্টে লাল হৃদয়ের ইমোজি দিয়েছেন। 

Advertisment

৮৯ বছর বয়সী অভিনেতা লিখেছেন, 'হৃদয়ের দূরত্ব বাড়ছে। এইসব ভুল বোঝাবুঝি থেকে কবে মুক্তি পাব?' এই পোস্ট দেখে কমেন্ট বক্স অনেকেই তাঁর শারীরিক অবস্থার খবর জানতে চেয়েছেন। কিন্তু, এই রহস্যজনক পোস্টের কারণ কী তা জানতে মরিয়া ধর্মেন্দ্রর অনুরাগীরা। তাঁর পোস্ট দেখে নেটিজেনের একাংশের মনে প্রশ্ন জেগেছে, হেমা মালিনীর সঙ্গে সম্পর্কের অবনতি ঘটেছে? নাকি দুজনের মধ্যে কোনও বিষয় নিয়ে বনিবনা না হওয়ার জন্য ভুল বোঝাবুঝি থেকে মুক্তি পেতে চাইছেন। সবটাই প্রশ্নচিহ্নের মুখে। 

Advertisment

সোশ্যাল মিডিয়ায় সেলেবদের এই ধরনের রহস্যময় পোস্ট ঘিরে ভক্তরা উদ্বেগ প্রকাশ করেন। সম্প্রতি বলিউডের শাহেনশার একটি পোস্টে রীতিমতো হইচই পড়ে যায়। তিনি লিখেছিলেন, ''টাইম টু গো' যার বাংলা তর্জমা করলে হয় 'যাওয়ার সময় হয়ে গিয়েছে'। অনেকেই ভেবেছিলেন অভিনয়কে বিদায় জানাচ্ছেন অমিতাভ। ভক্তদের মধ্যে অনেকের মনে আবার খারাপ চিন্তাও এসেছে। তবে কেবিসি ১৬-এর সেটে সেই পোস্টের রহস্য নিজেই খোলসা করেছেন বিগ বি। 

অমিতাভ বলেন, 'আমার কাজে যাওয়ার সময় হয়ে গিয়েছে। প্রতিদিন রাত দুটো থেকে এখানে আমার  কাজ শুরু হয়। বাড়িতে একটা নাগাদ গাড়ি পৌঁছে যায়। যখন এই পোস্টটি করেছিলাম তখন প্রচণ্ড ঘুম পেয়েছিল। তাই লিখেছিলাম ঘুম পেয়েছে, যাওয়ার সময় হয়ে গিয়েছে।' ধর্মেন্দ্র তাঁর পোস্টে কোন রহস্য জিইয়ে রাখলেন সেটা নিয়েই উদ্বিগ্ন ভক্তরা। 

bollywood movie Bollywood News Bollywood Actor Dharmendra Deol